মকর সংক্রান্তি উপলক্ষ্যে পুণ্যস্নান করলেন মুখ্যমন্ত্রী

0
98

আগরতলা: আজ মকর সংক্রান্তি। মকর স্নানের জন্য দেশের বিভিন্ন জায়গায় ভিড় জমিয়েছেন পুণ্যার্থীরা। সেরকমই মকর সংক্রান্তির পূন্যলগ্নে গোমতী ত্রিপুরা জেলা তীর্থমুখে পুণ্যস্নান ও তর্পণে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।

আরও পড়ুনঃ Municipal Election 2022 :সংক্রমণের দাপটে পুরভোট পিছিয়ে দেওয়ার ইঙ্গিত কলকাতা হাইকোর্টের

- Advertisement -

এদিন, মকর সংক্রান্তি উপলক্ষে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সমগ্র রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। প্রতি বছরের মত এই বছরেও মুখ্যমন্ত্রী পূন্যভূমি তীর্থমুখে এসেছেন এবং রাজ্যের শান্তি ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করেছেন। মুখ্যমন্ত্রী বলেছেন, ত্রিপুরা রাজ্যের জাতি ও জনজাতির পূণ্যস্থল, তীর্থমুখে পবিত্র গোমতী নদীতে ডুব দিয়ে স্নান করেছেন।’

মকর সংক্রান্তির এই পূণ্যলগ্নে ঈশ্বরের কাছে সমগ্র রাজ্যবাসীর মঙ্গলকামনায় প্রার্থনা করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি তিনি বলেন, ‘আমরা তীর্থস্থানে যাব কিন্তু কোভিড সংক্রান্ত, সরকার প্রদত্ত সকল নীতি-নির্দেশিকা পালন করার জন্য সমগ্র রাজ্যবাসীর কাছে আবেদন জানাব’।

আরও পড়ুনঃ Covid 19: সংক্রমণে লাগাম টানতে ছয় সদস্যের বিশেষজ্ঞের কমিটি গড়ল স্বাস্থ্য ভবন

শাস্ত্র মতে পৌষ মাস হল মল মাস। সে কারণে এই মাসে কোনরকম শুভ কাজ করা হয় না, সনাতন ধর্মাবলম্বী মানুষেরা এমনটাই মেনে চলেন। তবে মকর সংক্রান্তি থেকে শুভক্ষণের আবির্ভাব হয়। পৌষ সংক্রান্তির এই শুভ লগ্নে পঞ্চক, খরমাস ও অশুভ সময় কেটে যায়। তাই এই পৌষ সংক্রান্তিতে গৃহ প্রবেশ অথবা অন্যান্য শুভ কাজে কোন বাঁধা থাকে না। একইসঙ্গে মকর সংক্রান্তির পূন্যলগ্নে স্নানের ক্ষেত্রেও রয়েছে আলাদা মহিমা। অজস্র মানুষ মকর সংক্রান্তিতে মকর স্নানের জন্য দেশের বিভিন্ন জায়গায় ভিড় জমান। বলা হয় মকর সংক্রান্তির পূন্য লগ্নে স্নান করলে জীবনের অমঙ্গল কেটে যায়।