Municipal Election 2022 :সংক্রমণের দাপটে পুরভোট পিছিয়ে দেওয়ার ইঙ্গিত কলকাতা হাইকোর্টের

0
145
Abhijit Gangapadhyay

কলকাতা: আশঙ্কায় সত্যি হল৷ করোনা সংক্রমণের দাপটে ভোট পিছিয়ে দেওয়ার ইঙ্গিত দিল কলকাতা হাইকোর্ট৷ আগামী ৪ থেকে ৬ সপ্তাহ ভোট স্থগিত করা যায় কি না, তা বিবেচনা করার জন্য রাজ্য নির্বাচন কমিশনকে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট৷ আদালত সূত্রের খবর, আগামীকাল শনিবার এবিষযে আদালতে নিজেদের মতামত স্পষ্ট করবে রাজ্য নির্বাচন কমিশন৷

ওয়াকিবহাল মহলের অভিমত, বৃহস্পতিবার আদালতে রাজ্যের আইনজীবীর বয়ানের পরই স্পষ্ট হয়ে গিয়েছিল যে ভোট পিছিয়ে যাওয়া শুধুই সময়ের অপেক্ষা৷ কারণ, রাজ্যের আইনজীবী বৃহস্পতিবারই আদালতে জানিয়েছিলেন, ‘কমিশন চাইলে ভোট পিছিয়ে দিতে পারে৷’’

- Advertisement -

এরপরই কমিশনের তরফ থেকে জানানো হয়েছিল যে, রাজ্যের অনুমতি ছাড়া কমিশন ভোট পিছিয়ে দিতে বা করতে পারে না৷ এরপরই এদিনের শুনানিতে বিচারপতিরা রাজ্যে বাড়তে থাকা করোনা সংক্রমণের প্রসঙ্গ টেনে এনে ভোট পিছিয়ে দেওয়ার বিষয়ের কমিশনকে বিবেচনা করে দেখার নির্দেশ দেন৷

প্রসঙ্গত, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির এজলাসে চলছে এই মামলার শুনানি৷ আগামীকাল এখানেই নিজেদের মত জানাবে রাজ্য নির্বাচন কমিশন৷ তারপরই জানা যাবে চূড়ান্ত রায়৷ তবে কমিশনের অন্দরের খবর, আগামী ২২ জানুয়ারি রাজ্যের চার পুর নিগমে ভোট হবে না৷ তার পরিবর্তে বাড়তে থাকা করোনা আবহে ভোট পিছিয়ে ফেবুয়ারির তৃতীয় সপ্তাহে করার কথা আদালতে জানাতে পারে কমিশন৷

আরও পড়ুন:  Roopa Ganguly: সামনে ইলেকশন, তাই কি রেল দুর্ঘটনা: প্রশ্ন উস্কে সিবিআই তদন্তের দাবি