Covid 19: সংক্রমণে লাগাম টানতে ছয় সদস্যের বিশেষজ্ঞের কমিটি গড়ল স্বাস্থ্য ভবন

0
42

কলকাতা: রাজ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। এই পরিস্থিতিতে সংক্রমণে লাগাম টানতে নয়া পদক্ষেপ করল রাজ্য স্বাস্থ্য দফতর। ছয় বিশেষজ্ঞের বিশেষ কমিটি গঠন করা হয়েছে।

আরও পড়ুনঃ পেনশন প্রাপকদের জন্য সুখবর, এবার মিলবে ATM পরিষেবা

- Advertisement -

চিকিৎসক গোপালকৃষ্ণ ঢালির নেতৃত্বে ছয় সদস্য নিয়ে এই কমিটি গঠন করা হয়েছে। কমিটি সংক্রান্ত নির্দেশিকাতেই বলা হয়েছে ‘ক্রিটিকাল কেয়ার’-এর জন্য এই কমিটি। অর্থাৎ সিসিইউয়ে চিকিৎসাধীন কোভিড রোগীদের জন্য নতুন বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে। কোভিডের প্রথম ও দ্বিতীয় ঢেউয়ের সময়েও স্বাস্থ্য দফতর একাধিক বিশেষজ্ঞ কমিটি গঠন করেছিল। কিন্তু এবার যে কমিটি গঠন করা হয়েছে তার তাৎপর্য ও উদ্দেশ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আরও পড়ুনঃ কোহলিদের ক্ষোভই বলে দিচ্ছে কতটা চাপে ভারত, ডিআরএস প্রসঙ্গে বিস্ফোরক এনগিডি

একইসঙ্গে কলকাতার শম্ভুনাথ পণ্ডিত হাসপাতাল, টিএল জয়স‌ওয়াল কোভিড হাসপাতাল ও আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে বিশেষ নজর দিতে বলা হয়েছে। ছয় সদস্যের বিশেষজ্ঞ দলে রয়েছেন ডায়মন্ড হারবারে ‘ডক্টর্স অন হুইলসে’র অন্যতম চিকিৎসক অভীক ঘোষ। রয়েছেন চিকিৎসক গোপালকৃষ্ণ ঢালি, তমোনাশ চৌধুরী, অভিমন্যু বসু, সঞ্জীব বন্দ্যোপাধ্যায়, সৌরভ দত্ত। জানা গিয়েছে, রাজ্যে করোনায় মৃত্যুর দিকটি খতিয়ে দেখবে এই কমিটি।

অন্যদিকে, বৃহৃস্পতিবারই রাজ্য স্বাস্থ্য দফতর নমুনা পরীক্ষার ক্ষেত্রে একটি নির্দেশিকা জারি করে। মূলত আইসিএমআরের গাইডলাইন নিয়ে রাজ্যের চিকিৎসকদের একাংশের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছিল। আইসিএমআর তাদের গাইডলাইনে বলেছিল, চিকিৎসাধীন রোগীদের ক্ষেত্রে উপসর্গহীন হলে তাঁদের নমুনা পরীক্ষার দরকার নেই।

এরই নিরিখে স্বাস্থ্য দফতর আরেকটি গাইডলাইন প্রকাশ করে বলেছে, হাই রিস্ক গ্রুপ ছাড়া পজিটিভের কনট্যাক্টদের পরীক্ষার দরকার নেই। কোনও উপসর্গ না থাকলে পরীক্ষা করানোর দরকার নেই। হোম আইসোলেশনপর্ব শেষ হলেও পরীক্ষা করতে হবে না। হাসপাতাল থেকে আইসোলেশনপর্ব কাটিয়ে ছাড়া পাওয়ার সময়ও পরীক্ষা করতে হবে না। কোনও রোগী একবার পজিটিভ হলে দ্বিতীয়বার পরীক্ষা করানোর দরকার নেই। তবে যাঁদের কো-মর্বিডিটি রয়েছে তাঁদের অস্ত্রোপচার নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন চিকিৎসকই।