পুলিশের গাড়ির স্টিয়ারিং হাতে বেপরোয়া চালক! একের পর এক গাড়িতে ধাক্কা

0
40
police car accident

খাসডেস্ক, ত্রিপুরাঃ নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী গাড়িতে ধাক্কা পুলিশের গাড়ির (Police Car)। আহত অটো চালক সহ ২ যাত্রী। চেবরী বাজার এলাকায় খোয়াই থানার গাড়িতে দুর্ঘটনাটি হয় বলে জানা গিয়েছে। এই ঘটনায় এলাকায় ছড়িয়েছে আতঙ্ক। রয়েছে তীব্র উত্তেজনা।

আরও পড়ুন :মাসে ৩০ হাজার বেতন! হজযাত্রীদের সেবা করার নামে প্রতারণা, গ্রেফতার ২ মহিলা সহ ৩

- Advertisement -

নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে অটোতে ধাক্কা, পরে ধাক্কা মারুতি গাড়িতে। পুলিশের গাড়ির স্টিয়ারিং হাতে বেপরোয়া চালক। আহত ৩। ক্ষতিগ্রস্ত অটো, মারুতি ইকো গাড়ি। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ,  ত্রিপুরা খোয়াই থানার গাড়ি চেবরী বাজারে প্রথমে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী অটোতে ধাক্কা দেয়। তাতে অটো চালক সহ ২ যাত্রী আহত হন। আহতদের সঙ্গে সঙ্গে খোয়াই ত্রিপুরা জেলা চেবরী গ্রামীন হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। অভিযোগ অটো গাড়িটিতে ধাক্কা দেওয়ার পর মারুতি ইকো গাড়িতেও ধাক্কা দেয় পুলিশের গাড়িটি। এরপর গালমন্দ শুরু করেন চালক।

আরও পড়ুন :শুটিংয়ের ফাঁকে নাবালিকা অভিনেত্রীকে যৌন হেনস্থা! বাগুইআটি থেকে গ্রেফতার অভিনেতা

আরও পড়ুন :HS Result: একই স্কুল থেকে প্রথম দশে দুই, উচ্চ মাধ্যমিকে নজরকাড়া সাফল্য জঙ্গলমহলের

ঘটনার কথা জানতে পেরে ছুটে যান ওসি। সেখানে সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়েন তিনি। অভিযুক্ত পুলিশ গাড়ির (Police Car) চালক আগেই চম্পট দিয়েছেন বলে অভিযোগ।