Tripura: তিন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে রক্ষা করছে মমতার প্রশাসন, বিস্ফোরক বিপ্লব দেব

0
187

আগরতলা: ত্রিপুরায় ঘটে চলা একাধিক ঘটনা এবং রবিবারের ঘটনার পর থেকেই বিপ্লব দেবের রাজ্যের রাজনৈতিক আবহাওয়া উত্তপ্ত হয়ে রয়েছে। রবিবার খুনের অভিযোগে জামিন অযোগ্য ধারায় সায়নী ঘোষকে গ্রেফতার করেছে ত্রিপুরা পুলিশ। সেই বিষয় ত্রিপুরার প্রশাসনের বিরুদ্ধে যখন তৃণমূল ক্ষোভ উগড়ে দিয়েছে তখন সেই সময়েই বাংলার সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছে মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। ত্রিপুরা থেকে পালিয়ে যাওয়া তিন মাদকের কিংপিনকে আশ্রয় দেওয়ার অভিযোগ করেছেন পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারের বিরুদ্ধে।

আগামী ২৫ নভেম্বর ত্রিপুরা বিধানসভার ‘সেমি ফাইনাল’ ম্যাচ৷ পুরসভা নির্বাচনের আগেই মাটি গরম হয়ে উঠেছে। তৃণমূল-বিজেপির মধ্যে সংঘর্ষের মধ্যেই বিপ্লব দেবে অভিযোগ করেছেন ত্রিপুরার তিন কুখ্যাত মাদক ডিলারকে বাংলায় সুরক্ষা দিচ্ছে তৃণমূল সরকার। রবিবার নজরুল কলাক্ষেত্রে বিবেকানন্দ চিন্তা মঞ্চ (ভিভিএম) আয়োজিত পেনশনভোগী এবং অবসরপ্রাপ্ত কর্মচারীদের এক সমাবেশে ভাষণ দেওয়ার সময়েই এই বিস্ফোরক অভিযোগ করেন। তিনি বলেন, “পশ্চিমবঙ্গের পুলিশ আমাদের সহযোগিতা করার অনুরোধ প্রত্যাখ্যান করেছে। তিন মাদকের কিংপিন যারা কঠোর পুলিশি পদক্ষেপের জন্য রাজ্যে থাকতে পারেনি তারা এখন বাংলায় তাদের নতুন আস্তানা তৈরি করেছে।”

- Advertisement -

বিপ্লব দেব বাংলার প্রশাসনের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ এনে আরও বলেছেন, “তারা কোথায় অবস্থান করছে এবং কিভাবে তারা সেখানে পৌঁছেছে তার সঠিক বিবরণ আমি জানি। আমরা একাধিকবার এই ব্যক্তিদের বিবরণ শেয়ার করেছি কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশ আমাদের অনুরোধে সাড়া দেয়নি। ক্ষমতাসীন দলের নেতারা তাদের রক্ষা করছেন।” এখানেই শেষ নয় ত্রিপুরার পরিস্থিতর জন্য বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকেও তুলেছেন আঙুল। বিল্পব দেবের কথায়, ত্রিপুরাকে অনাচারে নিমজ্জিত করতে মরিয়া চেষ্টায় তৃণমূল কংগ্রেসকে প্ররোচিত করছেন বাংলার মুখ্যমন্ত্রী।

সবমিলিয়ে নির্বাচনের আগে ত্রিপুরার রাজনৈতিক পারদ যে উত্তপ্ত তা বলাই যায়।পশ্চিমবঙ্গ তৃণমূল যুব কংগ্রেসের নেত্রী সায়নী ঘোষের গ্রেফতারির পর থেকেই সুর ছড়াচ্ছেন সেখানে থাকা তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। বিরোধীদের উপর আক্রমণ চালাচ্ছে বিজেপি। এই নিয়েই সরব হয়েছেন সেখানে থাকা তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। শুধু তাই নয় বার বার ত্রিপুরায় একই ধরনের ঘটনায় একাধিক তৃণমূল সাংসদ দিল্লিতে ধর্নায় বসছে। এমনকি তৃণমূল সাংসদরা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছেও অ্যাপয়েন্টমেন্ট চেয়েছেন। নির্বাচন যত এগিয়ে আসছে ততই চড়ছে ত্রিপুরার রাজনৈতিক পারদ।