বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার যুবক

0
63

আগরতলা: দীর্ঘ দিনের প্রেমের সম্পর্ক, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে চলে সহবাস। এমনকি উঠেছে ধর্ষণের অভিযোগও। পরে যুবতিকে বিয়ে করতে অস্বীকার করে যুবক। অভিযুক্ত যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে থানায়। তদন্তে নেমে আটক করা হয় যুবককে। গোমতী ত্রিপুরা জেলা কাকড়াবন থানার অন্তর্গত জামজুড়ি মুড়াপাড়া এলাকার ঘটনা।

আরও পড়ুন: Domestic Abuse: শারীরিক মিলনে অক্ষম স্বামী, দোষ ঢাকতে স্ত্রীকে মারধর

- Advertisement -

জানা গিয়েছে, মহারানী এলাকার বাসিন্দা বিনয় মিয়া সরকার হিন্দু পরিচয় দিয়ে জামজুড়ি মুড়াপাড়ার এলাকার এক নাবালিকা কন্যাকে ভালোবাসার জালে ফেলে। এরপর বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন ধর্ষণ করেছে বলে অভিযোগ করেন নাবালিকা কন্যা সহ তার পরিবার। ওই যুবকের নামে কাকড়াবন থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ।সেই রাতেই অভিযুক্ত বিনয় মিয়া সরকারকে আটক করে কাকড়াবন থানায় নিয়ে আসা হয়।

আরও পড়ুন: তালাবন্ধ ঘরে বৃদ্ধার রহস্যমৃত্যু, উলঙ্গ অবস্থায় উদ্ধার ঝুলন্ত দেহ

অভিযুক্তকে পুলিশ রিমান্ডের আবেদন করে উদয়পুর দায়রা আদালতে তোল হয়।পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত বিনয় মিয়া সরকার মুসলিম হয়েও হিন্দু পরিচয় দিয়ে বেশ কিছু মেয়েকে প্রেমের জালে ফাঁসিয়েছে। এলাকাবাসীরা চাইছে অভিযুক্ত পাষন্ড বিনয় মিয়ার যাতে কঠোর থেকে কঠোরতম শাস্তি হয়।