বিজেপির অনুকরণে এবার জাহাঙ্গীরপুরীতে তৃণমূলের তথ্য অনুসন্ধান কমিটি

0
162

খাস ডেস্ক: বিজেপির সর্বভারতীয় সভাপতির নির্দেশে গঠিত হওয়া তথ্য অনুসন্ধান কমিটি হাঁসখালি গণধর্ষণকাণ্ডের তদন্তে নেমেছে। এবার বাংলার প্রধান বিরোধী দলকে টেক্কা দিতে চলেছে শাসক দল। দিল্লির জাহাঙ্গীরপুরী হিংসায় পরিস্থিতি খতিয়ে দেখতে রওনা দেবে তৃণমূলের তথ্য অনুসন্ধান কমিটি।

আরও পড়ুন: জীবন্ত দাহ করা হয়েছে কি নির্যাতিতাকে, হাঁসখালিকাণ্ডে নাড্ডাকে রিপোর্ট বিজেপির তথ্য অনুসন্ধান কমিটির

- Advertisement -

জানা গিয়েছে, তৃণমূলের তথ্য অনুসন্ধান কমিটিতে ৬ জন মহিলা সাংসদ থাকবেন। কমিটির নেতৃত্বে থাকবেন কাকলি ঘোষ দস্তিদার। আগামী শুক্রবারই এই প্রতিনিধিদল দিল্লি পৌঁছবেন। জাহাঙ্গীরপুরীতে ঠিক কি হয়েছিল সবকিছু খতিয়ে দেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রিপোর্ট জমা দেবেন তাঁরা।

হনুমান জয়ন্তী উপলক্ষে আয়োজিত শোভাযাত্রাকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের জেরে রণক্ষেত্রে হয়ে ওঠে দিল্লির জাহাঙ্গীরপুরী। ছোঁড়া হয় ইট পাথর। এই হিংসার ঘটনায় মূল অভিযুক্ত আনসার ও আসলাম সহ ২০ জনকে গ্রেফতার করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রকে রিপোর্ট পেশ করে দিল্লি পুলিশ। গত সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হিংসার সঙ্গে জড়িত অপরাধীদের কড়া শাস্তি দেওয়ার নির্দেশ দেন।

আরও পড়ুন: হাঁসখালিকাণ্ডে নির্যাতিতার নাম প্রকাশ্যে আসতেই নয়া নির্দেশিকা রাজ্যের

এরপর বুধবার ফের উত্তপ্ত হয়ে ওঠে জাহাঙ্গীরপুরী। নোটিস ছাড়াই এলাকার বেআইনি নির্মাণকারীদের সরাতে উচ্ছেদ অভিযান চালায় বিজেপি পরিচালিত উত্তর দিল্লি পুরনিগম। সুপ্রিম কোর্ট উচ্ছেদ অভিযানে স্থগিতাদেশের নির্দেশ দিলে পরিস্থিতি সামান্য নিয়ন্ত্রণে আসে।