হাঁসখালিকাণ্ডে নির্যাতিতার নাম প্রকাশ্যে আসতেই নয়া নির্দেশিকা রাজ্যের

0
47

খাস ডেস্ক: পকসো আইনে দায়ের হওয়া নির্যাতিতার নাম চিকিৎসা সংক্রান্ত কোনও নথিতে উল্লেখ করা যাবে না। এমনই নির্দেশ দিল রাজ্য। বুধবার একটি নির্দেশিকা জারি করে জানায় রাজ্যের স্বাস্থ্য দফতর। ইতিমধ্যেই প্রতিটি জেলার বিভিন্ন মেডিক্যাল কলেজে এই নির্দেশিকা পাঠানো হয়েছে বলে খবর।

আরও পড়ুন: জীবন্ত দাহ করা হয়েছে কি নির্যাতিতাকে, হাঁসখালিকাণ্ডে নাড্ডাকে রিপোর্ট বিজেপির তথ্য অনুসন্ধান কমিটির

- Advertisement -

নির্দেশিকায় জানানো হয়েছে, এবার থেকে কোনও নথি কিংবা ফরেন্সিক রিপোর্টে নির্যাতিতার নাম উল্লেখ করা যাবে না। পাশাপাশি বলা হয়েছে, হাইকোর্ট, এমনকি সুপ্রিম কোর্টও পকসো আইনের অধীনে কোনও নির্যাতিতার নাম প্রকাশ্যে আনায় নিষেধাজ্ঞা জানায়। সেইমতই হাসপাতাল কর্তৃপক্ষকে সতর্ক হয়ে নির্দেশ পালন করতে হবে। হাঁসখালি গণধর্ষণকাণ্ডের পর এক বিজেপি নেতা পকসো আইন অমান্য করেই নির্যাতিতার নাম জনসমক্ষে আনেন। মনে করা হচ্ছে, এই ঘটনার পরই এমন সিদ্ধান্ত নিয়েছে রাজ্য।

আরও পড়ুন: Jahangirpuri: উচ্ছেদ অভিযানের পর অমিত শাহ-র সঙ্গে বৈঠকে বিজেপি

গত কয়েকদিনে রাজ্যে একের পর এক ধর্ষণের ঘটনা। হাঁসখালিকাণ্ডে অভিযুক্ত তৃণমূল নেতার ছেলে। সুবিচারের দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা করা হলে আদালত এই ঘটনার তদন্তভার সিবিআইকে দেয়। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। রক্তমাখা চাদর এবং শ্মশান থেকে উদ্ধার হওয়া পোড়া জামাকাপড়ের টুকরো পাঠানো হয়েছে দিল্লির ফরেন্সিক ল্যাবে।