প্রায় ৭০ বছর ধরে দিল্লির বুকে বাঙালি সংস্কৃতি, শিক্ষাচর্চার ধারা বহন করছে এই বিদ্যালয়

0
753
School

নয়াদিল্লি: প্রায় ৭ দশক ধরে দিল্লির বুকে বাঙালি সংস্কৃতি, শিক্ষাচর্চার ধারা বহন করছে বিনয় নগর বঙ্গীয় উচ্চ-মাধ্যমিক বিদ্যালয় (School)। ১৯৫২ সালে মাত্র ১০ জন ছাত্রছাত্রী নিয়ে শুরু হওয়া বিদ্যালয়টি এই বছর ৭০ বছরের গৌরবময় পূর্তি উদযাপন করতে চলেছে। এবছর বিদ্যালয়ের বার্ষিক অনুষ্ঠানের মূল থিম হল ‘স্বাধীনতার অমৃত মহোৎসব’ ও ‘শতবর্ষের আলোকে সত্যজিৎ রায়’। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা কমিটির সদস্য শ্রী সঞ্জীব সান্যাল, বাণিজ্য ও উদ্যোগ মন্ত্রালয় ভারত সরকারের Strategic Investment Research Unit এর সহ সভাপতি শ্রী হিন্দোল সেনগুপ্ত এবং দিল্লি বেঙ্গল এ্যাসোসিয়েশেনের সভাপতি শ্রী তপন সেনগুপ্ত মহাশয়।

আরও পড়ুন- প্রকাশ্যে কথা বলার আগে সংযত হতে হবে, দলীয় বিধায়কদের কড়া বার্তা শাসক দলের

- Advertisement -

বর্তমানে বিদ্যালয়ের (School) প্রধান অধক্ষ্য শ্রী সুকান্ত ভট্টাচার্য। দিল্লির বুকে বাঙালি সংস্কৃতি, শিক্ষাচর্চার ধারাটিকে সাত দশক ধরে বহন করে নিয়ে চলেছে এই বিদ্যালয়। এখানের বহু ছাত্রছাত্রী ভারতীয় প্রশাসনিক সেবা, ভারতীয় পুলিশ সেবা ও কেন্দ্র তথা রাজ্য সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আসীন। করোনা পরবর্তী কঠিন সময়ে বিদ্যালয়ে স্মার্ট ক্লাস টিচিং, প্রজেক্টারের মত আধুনিক শিক্ষণ কৌশলগুলির ব্যবহারের মাধ্যমে ছাত্রছাত্রীদের সর্বাঙ্গীন বিকাশের ধারাটিকে গতিদানের চেষ্টা চালিয়ে যাচ্ছেন স্কুল কর্তৃপক্ষ। পৃথক স্মার্ট কম্পিউটার ল্যাব, আর্ট-কালচার রুম, মিউজিক রুম শিক্ষার্থীদের সৃজনশীল গুণাবলী বিকাশে সাহায্য করছে বলে জানিয়েছেন তাঁরা। এই বিদ্যালয়ের সঙ্গীত কলা বিভাগটি উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন পণ্ডিত বিরজু মহারাজ মহাশয়।

আরও পড়ুন- বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন টলিউডের এই জনপ্রিয় অভিনেত্রী

২০১৭ সালে ‘ভারতীয় সংস্কৃতি মন্ত্রালয়ের’ ও ‘মধ্যপ্রদেশ সরকার’ দ্বারা আয়োজিত জাতীয় ‘লোকনৃত্য’ প্রতিযোগিতায় দিল্লি রাজ্যের প্রতিনিধিত্ব করেছিল। বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র শ্রী সৌমেন ঘোষ ‘ISRO’-র বিখ্যাত ‘মঙ্গলযান মিশন’ অভিযানের সদস্য ছিলেন। এ বছর ইউ পি এস সি র ভারতীয় প্রসানিক সেবা (IAS) আয়োগের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এই বিদ্যালয়ের ছাত্র মাসুম রাজা। এই বিদ্যালয়ের ছাত্রী তামান্না দাস এই বছর স্টেট লেভেল ব্যাটমিন্টান প্রতিযোগিতায় প্রথম এবং একাদশ শ্রেণির ছাত্র শঙ্খদীপ মান্না স্টেট লেভেল প্যারা ক্লাইম্বিং-এ প্রথম স্থান অধিকার করেছে। ২০২০ সালের প্রজাতন্ত্র দিবস অনুষ্ঠানে দিল্লির রাজপথে (কর্তব্যপথ) বিদ্যালয়ের (School) ছাত্রছাত্রীরা সারা দেশের কাছে বাঙালি সংস্কৃতির ঐতিহ্যের ধারাটিকে পৌঁছে দিয়েছিল।এই স্কুলের প্রানপুরুষ শ্রী উৎপল ঘোষ জানান যে আগামীতে যাতে আরও দুস্থ বাঙালী ছাত্র ছাত্রীরা এই স্কুলে বিনা পয়সায় পড়াশোনা করতে পারে সেটাই তাঁর মুখ্য উদ্দেশ্য।