Malaria Vaccine: বিশ্বের প্রথম ম্যালেরিয়ায় প্রতিষেধককে ছাড়পত্র দিল “হু”

0
155

খাসখবর ডেস্ক: অবশেষে শিশুদের জন্য ম্যালেরিয়া টিকায় ছাড়পত্র দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বুধবার “হু” ম্যালেরিয়ার প্রতিষেধক হিসেবে যে ভ্যাকসিনে অনুমোদন মিলেছে, তার নাম “আরটিএস, এস/এএস জিরো ওয়ান” (RTS,S/AS01)। প্রচলিত নাম “মস্কুইরিক্স” (Mosquirix)। যা মশাবাহিত রোগের বিরুদ্ধে প্রথম ভ্যাকসিন হিসেবে নজির গড়ল।

আরও পড়ুন-NRS Hospital: অক্সিজেন প্লান্ট থেকে গ্যাস লিক, আতঙ্ক হাসাপাতাল চত্ত্বরে

- Advertisement -

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, মূলত আফ্রিকা মহাদেশে শিশুদের মধ্যে অতিমারীর চেহারা নিয়েছে ম্যালেরিয়া। হু-র সমীক্ষা রিপোর্ট অনুযায়ী, আফ্রিকায় প্রতিবছর পাঁচ বছরের নীচে আড়াই লক্ষেরও বেশি শিশুর ম্যালেরিয়ায় মৃত্যু হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, সাব-সাহারান আফ্রিকায় শৈশবকালীন অসুস্থতা এবং মৃত্যুর একটি প্রধান কারণ হল ম্যালেরিয়া। এই অঞ্চলে প্লাসমোডিয়াম ফলসিপারম (প্রচলিত ম্যলিগন্যান্ট ম্যালেরিয়া)-র হার অনেকটাই বেশি। জানা গিয়েছে, পাঁচমাস বয়স থেকেই ম্যালেরিয়া টিকার প্রয়োগ শুরু করা যাবে। নিতে হবে চারটি ডোজ।

আরও পড়ুন-Mamata Banerjee: লক্ষ্মীবারে মমতাকে বিধায়ক হিসাবে শপথ বাক্য পাঠ করাবেন রাজ্যপাল

বুধবার এক ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে হু-এর মহাসচিব তেদ্রোস আধানম ঘেব্রেইসাস বলেন, “এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। শিশুদের জন্য বহু প্রতীক্ষিত এই ভ্যাকসিন একটি যুগান্তকারী প্রমাণিত হবে। এই ভ্যাকসিন ব্যবহার করলে প্রতি বছর হাজার হাজার তরুণের জীবন বাঁচাতে পারে।”