Rahul On Modi Govt: ‘ভগবানকে ধন্যবাদ যে, সান্তাক্লজ স্লেজগাড়ি চড়েন’ পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে মোদী সরকারকে আক্রমণ কংগ্রেসের

0
48

নয়াদিল্লি: বছর শেষে বড়দিন পালনের উৎসবে মেতেছে গোটা দেশ। সেই সঙ্গে নতুন বছরকে গ্রহণ করার প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। এই আনন্দের মধ্যেই মোদী সরকারকে কটাক্ষ করেছে কংগ্রেস। এবারের ক্রিসমাসে, কংগ্রেস নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারকে নয়া ভাবে কবিতার মাধ্যমে আক্রমণ শানিয়েছে। কবিতার মধ্য দিয়ে জ্বালানির মূল্যবৃদ্ধি এবং মূল্যস্ফীতি নিয়ে কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করেছে কংগ্রেস।

জ্বালানির দাম বৃদ্ধি নিয়ে সরকারকে কটাক্ষ করে কংগ্রেস টুইট করেছে। লিখেছে, “দেবতাকে ধন্যবাদ যে সান্তা একটি স্লেজগাড়ি চালান, তাঁকে জ্বালানির জন্য অত্যধিক মূল্য দিতে হবে না।” টুইটে একটি ছবি পোস্ট করেছে সেই সঙ্গে ক্যাপশানে কটাক্ষ করে লেখা, বরফের মধ্যে যাওয়ার জন্য ৯৫ টাকা প্রতি লিটার পেট্রলের দাম কল্পনা করুন।

- Advertisement -

অন্য টুইটে মূল্যস্ফীতি নিয়ে কেন্দ্র সরকারকে আক্রমণ করেছে কংগ্রেস লিখেছে, “জিঙ্গেল বেলস… জিঙ্গেল বেলস… জিঙ্গেলস অল দ্যা ওয়ে। আহা কি মজা হবে জিনিসপত্র কিনতে… আপনার সমস্ত সঞ্চয় খরচ না করে।” বলা ভালো কিছুদিন ধরেই পেট্রোপণ্যের দাম বৃদ্ধি নিয়ে সরকারকে আক্রমণ করে আসছে কংগ্রেস। সম্প্রতি জয়পুরে মেহেঙ্গাই (মূল্যবৃদ্ধি) হটাও সমাবেশ করেছে কংগ্রেস।

কয়েকদিন আগেই কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী সকলের উদ্দেশ্যে বলেছেন, “দেশে এত মূল্যস্ফীতি কেন তা জিজ্ঞাসা করুন। এটি আপনার দায়িত্ব। আপনার প্রতি সরকারের একটি বিশাল দায়িত্ব রয়েছে – আপনার উন্নয়ন এবং আপনাকে এগিয়ে নিয়ে যাওয়া। তারপর একটি শক্তিশালী ভবিষ্যতের জন্য জিজ্ঞাসা করা আপনার দায়িত্ব। সরকারের কাছ থেকে।”

মোদী সরকারকে আক্রমণ করে একের পর এক টুইট করেছে কংগ্রেস। অন্য একটি টুইটে কংগ্রেস লিখেছে, “তিনি (সান্তা) একটি তালিকা তৈরি করছেন না, সরকার দুবার কিছু পরীক্ষা করছে না; তাদের কাছে কোন ডেটা নেই- কে খারাপ বা সুন্দর।” সান্তার ছবি দিয়ে মোদীকে কটাক্ষ করে টুইটে আরও লেখা, “ধন্যবাদ ভগবানকে যে সান্তা সকলের কথা শোনানে, কারণ মোদী শুধু মাত্র তাঁর নিজের কথা শোনেন।”