ভারতে অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে কাশ্মীরে সন্ত্রাসবাদীকে খতম করল সেনা, আহত জওয়ান

0
21
Terrorists Killed

শ্রীনগর: সন্ত্রাসবাদ দমনে ফের জম্মু-কাশ্মীরে অভিযান শুরু করেছে সেনা ও পুলিশের যৌথ দল। উপত্যকার একাধিক জায়গাজুড়ে শুরু হয়েছে এনকাউন্টার। নিরাপত্তা বাহিনী বুধবার জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা জেলার নিয়ন্ত্রণ রেখা বরাবর সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করেছে। সেই সঙ্গেই এক জঙ্গিকে খতম করেছে সেনা।

সুরক্ষাকর্তারা জানিয়েছেন নিয়ন্ত্রণরেখা বরাবর কর্নাহ সেক্টরের সুদপোরায় নিরাপত্তা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে এনকাউন্টার শুরু হয়। সেই সময়েই ভারতে অনুপ্রবেশের চেষ্টাকারী এক জঙ্গি খতম হয়। অন্যদিকে বুধবার জম্মু ও কাশ্মীরের বারামুল্লা জেলায় সন্ত্রাসবাদী এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে একটি এনকাউন্টার শুরু হয়েছে। এক জওয়ান আহত হয়েছেন এবং এক সন্ত্রাসবাদী আটকা পড়েছে বলে মনে করা হচ্ছে। দুই জায়গাতেই অভিযান চলছে।

- Advertisement -

সম্প্রতি জম্মু-কাশ্মীরে সন্ত্রাসবাদীদেড় হানা বেড়েছে।  গত মাস থেকেই কাশ্মীর একের পর জঙ্গি হামলার ঘটনার ঘটেছে। খুন হয়েছে কাশ্মীরি পণ্ডিত। ঠিক তার পরেই জঙ্গিদেড় গ্রেনেড হানাতে মৃত্যু হয় উত্তরপ্রদেশের দুই পরিযায়ী শ্রমিকের। পর পর এই সমস্ত ঘটনা থেকেই কাশ্মীর জুড়ে সন্ত্রাসবাদের আতঙ্ক আরও চেপে বসছে। তবে বসে নেই পুলিশ সহ সেনারা। উপত্যকাকে জঙ্গিমুক্ত করতে সর্বদাই প্রয়াস চালিয়ে যাচ্ছে সুরক্ষা বাহিনী।