কাশ্মীরে ভারত-পাক সীমান্তে ব্যর্থ অনুপ্রবশের চেষ্টা, সেনার গুলিতে খতম জঙ্গি

0
38
CRPF

শ্রীনগর: সন্ত্রাসবাদ দমনে জম্মু-কাশ্মীরে একের পর এক সাফল্য পাচ্ছে সেনা। গত বুধবাররে পর ফের জঙ্গিদের গুলিতে খতম হয়েছে এক সন্ত্রাসবাদী। সেই সঙ্গেই ভারতে পাক জঙ্গিদের অনুপ্রবেশ রুখে দিয়েছে সুরক্ষাবাহিনী।

ভারতীয় সেনাবাহিনী ও পুলিশ সোমবার জম্মু ও কাশ্মীরের কুপওয়ারায় নিয়ন্ত্রণ রেখা বরাবর অনুপ্রবেশের একটি প্রচেষ্টা ব্যর্থ করে এবং একজন জঙ্গিকে করেছে। বুধবার এই কুপওয়ারাতেও এক সন্ত্রাসবাদীকে হত্যা করার পরেই ফের এসেছে সাফল্য। এলওসি বরাবর কর্নাহ সেক্টরের সুদপোরায় নিরাপত্তা বাহিনী এবং সন্ত্রাসীদের মধ্যে একটি এনকাউন্টার শুরু হয়। দুই পক্ষের গুলির লড়াইয়ের সময়েই গুলি লাগে ভারতে অনুপ্রবেশ করতে চাওয়া ওই সন্ত্রাসবাদীর। গুলির আঘাতেই তার মৃত্যু হয়। গত২৬ সেপ্টেম্বর, ভারতীয় সেনাবাহিনী এবং জম্মু ও কাশ্মীর পুলিশ কুপওয়ারায় অনুরূপ অনুপ্রবেশের চেষ্টাকে ব্যর্থ করে এবং দুই পাক জঙ্গিকে নিকেশ করে। সেই সঙ্গেই মৃত জঙ্গিদের কাছ থেকে পিস্তল ও গ্রেনেড উদ্ধার করা হয়।

- Advertisement -

আরও পড়ুন- গুজরাতের অবস্থা দেখে চিন্তায় রাজ্য, ব্রিজগুলি নিয়ে রিপোর্ট চাইল নবান্ন

উল্লেখ্য, গত কয়েকমাস ধরেই জম্মু-কাশ্মীর জুড়ে বেড়েছে সন্ত্রাসবাদীদেড় উপদ্রব। বিশেষ করে বেরেছে টার্গেট কিলিং-এর ঘটনা। দু-দিনের ব্যবধানে জঙ্গিরা একজন কাশ্মীরি পণ্ডিত এবং দুই পরিযায়ী শ্রমিককে হত্যা করে। পণ্ডিতকে তাঁর বাড়ির সামনেই হত্যা করা হয় এবং দুই পরিযায়ী শ্রমিকের বাসস্থলে গ্রেনেড হামলা চালায়। তার পর থেকেই জম্মু-কাশ্মীরে সন্ত্রাসবাদের আতঙ্ক ছড়িয়েছে। শুধু তাই নয় কাশ্মীর থেকে জীবন বাঁচাতে ১০ জন কাশ্মীরি পণ্ডিতের পরিবার জম্মুতে সরে গিয়েছে। এই সমস্ত কিছু দেখেই উপত্যকা জুড়ে নিরাপত্তা আরও জারাল করা হয়েছে।