অমিতের অসুস্থতায় অযোধ্যা কর্মসূচি নিয়ে মোদীকে প্রশ্ন সূর্যের

0
647

নয়াদিল্লি: চলতি সপ্তাহেই অযোধ্যায় রাম মন্দির নির্মাণের ভিত পুজো হওয়ার কথা রয়েছে। আর তিন দিন পরে তা অনুষ্ঠিত হবে। ইতিমধ্যেই ওই রাম মন্দিরের পুরোহিত-সহ অনেকেই করোনায় আক্রান্ত হয়েছেন। রবিবার আবার করোনায় আক্রান্ত হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই অবস্থায় কী রাম মন্দিরের ভিত পুজো সংক্রান্ত কর্মসূচি পর্যালোচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? এই প্রশ্ন তুলেছেন সিপিএম নেতা তথা পশ্চিমবঙ্গের প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী সূর্যকান্ত মিশ্র।

আরও পড়ুন- করোনা যোদ্ধাদের ‘স্যানিটাইজার রাখী’ পরাবেন মন্ত্রী শোভনদেব

- Advertisement -

রবিবার বিকেলে নিজের টুইটারে করোনা আক্রান্ত হওয়ার খবর জানান অমিত শাহ। টুইটে স্বরাষ্ট্রমন্ত্রী লেখেন, “করোনার প্রাথমিক লক্ষণগুলি দেখা দেওয়ায় পরীক্ষা করাই। আজ রিপোর্ট পজিটিভ হয়েছে। আমার স্বাস্থ্য ঠিক আছে। তবে চিকিৎসকদের পরামর্শে আমাকে হাসপাতালে ভরতি করা হচ্ছে।” তিনি আরও লেখেন, “আমি অনুরোধ করছি আপনারা যাঁরা গত কয়েকদিন ধরে আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন তাঁরা নিজেদেরকে বিচ্ছিন্ন রাখুন সবার থেকে এবং পরীক্ষা করান।”

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অসুস্থতা সংক্রান্ত খবরের লিঙ্ক শেয়ার করে টুইট করেন সিপিএম নেতা সূর্যকান্ত মিশ্র। সেখানে তিনি লেখেন, “অমিত শাহ খুব দ্রুত এবং কোনও প্রকারের জটিলতা ছাড়াই সুস্থ হয়ে উঠুন। অসুস্থতার বিষয়ে তাঁর নিজের ঘোষণা এবং অনুগামীদের পরামর্শ প্রশংসীয়।” এরপরেই টুইটের শেষে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন সূর্যকান্তবাবু। তিনি লিখেছেন, “আগামী পাঁচ অগাস্ট অযোধ্যায় তাঁর যে কর্মসূচি রয়েছে সেটা কী পর্যালোচনা করবেন প্রধানমন্ত্রী?”

আরও পড়ুন- ফেসবুকে মুখ্যমন্ত্রীর সম্পর্কে কুরুচিকর মন্তব্যের অভিযোগে গ্রেফতার যুবক

করোনা আবহে জারি করা হয়েছে লকডাউন। দেশ জুড়ে আনলক পর্ব চালু হলেও অনেক বিধি নিষেধ রয়েছে। দেশের বহু জায়গায় এখনও লকডাউন প্রক্রিয়া জারি রয়েছে। এই অবস্থায় পাঁচ অগাস্ট অযোধ্যায় রাম মন্দির নির্মাণের ভিত পুজোর কথা জানায় রাম মন্দির ট্রাস্ট। করোনা আবহে ওই অনুষ্ঠান ঘিরে প্রশ্ন উঠতে শুরু করে নানা মহলে। করোনার জন্য যখন যাবতীয় ধর্মীয় অনুষ্ঠান বন্ধ সেই সময়ে রাম মন্দিরের ভিত পুজোর যৌক্তিকতা কী? যদিও নিজেদের অবস্থান থেকে সরে আসার কোনও ইঙ্গিত মেলেনি গেরুয়া শিবিরের পক্ষ থেকে।

অন্যদিকে, দেশে করোনা আক্রান্তের সংখ্যা ১৭ লাখ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় ৫৪ হাজার ৭৩৫ জন করোনায় আক্রান্ত হয়েছে। গত দুইদিন এক লাখ মানুষ করোনার শিকার হয়েছেন।