গোপনীয়তার প্রশ্নে হোয়াটসঅ্যাপকে কড়া বার্তা শীর্ষ আদালতের

0
233

নয়াদিল্লি: গোপনীয়তার প্রশ্নে বিশ্বের অন্যতম বৃহৎ সোশ্যাল মিডিয়া সংস্থা হোয়াটসঅ্যাপকে কড়া বার্তা দিল সুপ্রিম কোর্ট৷ প্রসঙ্গত, হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর বেশ কিছু তথ্য ফেসবুককে দিতে চেয়ে নয়া নীতিমালা তৈরি করেছিল হোয়াটসঅ্যাপ সংস্থা। ৮ ফেব্রুয়ারি থেকে তা কার্যকর হওয়ার কথা ছিল৷

ফলে গোপনীয়তার প্রশ্নে অনেকেই সংশয় প্রকাশ করেন। দেশের শীর্ষ আদালতে মামলা দায়ের হয়৷ তারই ভিত্তিতে বিশ্বের অন্যতম বৃহৎ সোশ্যাল মিডিয়া সংস্থা হোয়াটসঅ্যাপকে আগামী ৪ সপ্তাহের মধ্যে জবাব তলব করেছে সুপ্রিম কোর্ট৷ নোটিশ পাঠানো হয়েছে কেন্দ্রীয় সরকারকেও৷

- Advertisement -

প্রসঙ্গত, হোয়াটসঅ্যাপের নতুন নীতি স্থগিত রাখার জন্য আদালতে আবেদন জানিয়েছিলেন কারমান্য সিং সারিন নামে এক ব্যক্তি৷ এদিন আদালতে সারিনের আইনজীবী শ্যাম দিবানের দাবি, ‘‘নীতির ক্ষেত্রে ভারত ও ইউরোপের দেশগুলির ক্ষেত্রে একই নিয়ম মানা হচ্ছে না৷ ভারতীয়দের প্রতি দ্বিচারিতা করছে হোয়াটসঅ্যাপ।’’

যদিও হোয়াটসঅ্যাপের আইনজীবী কপিল সিব্বলের দাবি, ‘‘এবিষয়ে ইউরোপে যেহেতু নির্দিষ্ট আইন রয়েছে, তাই সেটি মেনে চলা হয়।’’ পাল্টা হিসাবে সলিসিটর জেনারেল তুষার মেহতা আদালতকে বলেন, ‘‘আইন থাকুক বা না থাকুক, গোপনীয়তা মানুষের মৌলিক অধিকার।’’

আদালত সূত্রের খবর, এরপরই বিচারক হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষকে কড়া ভাষায় জানিয়ে দেন, ‘‘আপনারা লক্ষ কোটি টাকার সংস্থা হতে পারেন, কিন্তু মানুষের গোপনীয়তা বেশি গুরুত্বপূর্ণ৷’’ প্রসঙ্গত, ব্যবহারকারীর বেশ কিছু তথ্য ফেসবুককে দিতে চেয়ে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ নতুন যে নীতি তৈরি করতে চাইছে তার গোপনীয়তা নিয়ে ইতি মধ্যেই সংশয় প্রকাশ করা হয়েছিল বিভিন্ন মহল থেকে৷ এবার কড়া বার্তা দিল শীর্ষ আদালতও৷