জামাতের কারণে বহু মানষের মৃত্যু ঘটবে: তসলিমা

0
1286

নয়াদিল্লি: তবলিগি জামাতের জন্য বেশ কিছু মানুষকে প্রাণ হারাতেই হবে। খুব দৃঢ়তার সঙ্গে এমনই দাবি করেছেন বাংলাদেশের নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন। ওই সংগঠনের অজঙতা এবং মৌলবাদের কারণে করোনা ভাইরাস খুবই মারাত্মক আকার নিতে চলেছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

করোনা ভাইরাস খুব দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে সমগ্র বিশ্বে। ভারতের মাটিতেও ক্রমশ বিস্তার লাভ করছে করোনা। সেই সঙ্গে লকডাউনের পরেও দেশের অনেক মসজিদে ভিড় দেখা গিয়েছে। প্রকাশ্য রাস্তায় সমবেত হয়ে নমাজ পাঠ করতেও দেখা গিয়েছ। এরই মাঝে দিল্লির নিজামুদ্দিন মারকাজের ঘটনা ঘিরে উদ্বিগ্ন গোটা দেশ। ওই মাদ্রাসাতেই ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তবলিগি জামাতের কয়েক হাজার সদস্য। যাদের মাধ্যমেই দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস।

- Advertisement -

এই নিয়েই শনিবার তুইট করেছেন লেখিকা তসলিমা নাসরিন। তিনি লিখেছেন, “তাবলিঘি জামাতের কারণে বহু মানুষ করোনা ভাইরাসের দ্বারা সংক্রমিত হবেন এবং বহু মানুষের প্রাণবিয়োগ ঘটবে। এই সংগঠনটি এক শতাব্দী ধরে অজ্ঞতা এবং মৌলবাদের প্রচার চালিয়ে যাচ্ছে।” একই সঙ্গে তিনি আরও লিখেছেন, “মানবতার বিরুদ্ধে নিষ্ঠুরতার জন্য তবলিগি জামাতকে নিষিদ্ধ করা উচিত।”

ধর্ম এবং সংশ্লিষ্ট বিষয়ের সঙ্গে তসলিমা নাসরিনের বিরোধ নতুন কিছু নয়। যার কারণেই তাঁর জীবনে বারবার এসেছে আক্রমণ। নিজের জন্মভূমি বাংলাদেশ ত্যাগ করতে হয়েছিল ধর্মীয় বিদ্বেষের কারণে। একই কারণে ঠাঁই মেলেনি কলকাতার মাটিতেও। অনেক জটিলতা পার করে এখন তিনি সুইডেনের নাগরিক। ভিসা নিয়ে ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে থাকেন দুঃসহবাসের শ্রষ্ঠা।

করোনা নিয়ে আগেও ইসলাম ধর্মের অনুসারীদের আক্রমণ করেছেন তসলিমা নাসরিন। লজ্জার লেখিকা টুইটারে লিখেছেন, “ইসলামের অনুসারীরা দুই প্রকারের হয়ে থাকে। একপক্ষ হচ্ছে চালাক এবং অপরপক্ষ হচ্ছে বোকা। চালাক মুসলিমরা জানে যে আল্লাহ-র প্রাণ বাঁচানোর কোনও ক্ষমতা নেই, কিন্তু বিজ্ঞানের আছে। সেই কারণেই তারা আল্লাহ-র ঘর কাবাসহ সকল মসজিদ বন্ধ করে দিয়েছে।”

এরপরেই তসলিমা নাসরিন ব্যাখ্যা করেছেন বোকা মুসলিমদের স্বরূপ। তিনি লিখেছেন, “ইসলাম ধর্মের অনুসারী বোকা মানুষেরা মনে করেন যে আল্লাহ মানুষের প্রাণ বাঁচাবে। সেই কারণে ধর্মীয় অনুষ্ঠানে তারা সমবেত হচ্ছে।”