চেতন ভগতের টুইটের উত্তরে নিজস্ব স্টাইলে শশী থারুর

0
23

সুমনা কাঞ্জিলাল: ইংরেজি বিষয়ক মতান্তরে রসিকতায় জড়ালেন দুই ভিন্ন রাজনৈতিক মতাদর্শের বিখ্যাত ব্যক্তিত্ব। কংগ্রেস নেতা শশী থারুর এবং লেখক চেতন ভগত টুইটারে একে অপরের প্রশংসা করলেন৷ চেতন ভগত শনিবার একটি সাম্প্রতিক ইভেন্ট থেকে তাদের দুজনের একসঙ্গে একটি ছবি শেয়ার করেছিলেন এবং ক্যাপশনে লিখেছিলেন, ‘ভারতে দু’ধরণের ইংরেজি রয়েছে। এক শশী থারুর ইংরেজি, দুই চেতন ভগত ইংরেজি। রবিবার এই টুইট শেয়ার করে থারুর লিখেছেন ‘এটি একটি আনন্দের ইভেন্ট ছিল।’ এবং তারপর নিজের স্টাইলে থারুর লিখেছেন, ‘ এখন এই বিষয়টিকে আপনি কীভাবে চেতন ভগত ইংরেজিতে কিভাবে বলবেন?’

তবে এটি প্রথমবার নয়, পূর্বেও এই দুই ব্যক্তিত্ব একে অপরের প্রশংসা করেন। কংগ্রেসের সিনিয়র নেতা শশী থারুর লেখক চেতন ভগতের প্রশংসা করেছিলেন কয়েক বছর আগে, থারুর দেশের অর্থনীতি নিয়ে একটি সংবাদপত্রের প্রতিবেদনে চেতন ভগতের লেখার প্রশংসা করেছিলেন। তিনি বলেছিলেন যে আমাদের দেশের বেশিরভাগ সমস্যা এবং সেগুলি সম্পর্কে আমাদের কী করা উচিত সে সম্পর্কে চেতন ভগতের একটি দুর্দান্ত রচনা, আমি আশা করি সরকার ও তার ভক্তরা এটিতে কাজ করবে।”

- Advertisement -

সেবার থারুরের প্রশংসায় উচ্ছ্বসিত হয়ে চেতন ভগত বলেছিলেন যে তিনি খুশি যে শশী থারুর তাঁর প্রশংসা করেছেন। কিন্তু তিনি সঙ্গেই থারুরকে একটি অনুরোধও করেছিলেন যে, পরের বার তাঁর প্রশংসা করার জন্য কিছু বড় ইংরাজি শব্দ (যেরকমটা শশী থারুর তাঁর বক্তব্যে ব্যবহার করে থাকেন) যেন ব্যবহার করেন থারুর৷ ভগতের অনুরোধ রেখে সেবার, ‘সেস্কিপেডালিয়ান’ নন বা ‘রোডোমন্টেড’-এর মতো শব্দ ব্যবহার করে থারুর পুনরায় চেতনের লেখার প্রশংসা করেছিলেন৷ উল্লেখ্য একই বিষয়ের উপর সহজ এবং কঠিন দুই ভিন্ন ভাষার প্রয়োগ দুই বিখ্যাত ব্যক্তিত্বের লেখায় উঠে আসে। থারুরের ইংরেজি যতটাই কঠিন, চেতন ভগত ততটাই সরলীকরণে ইংরেজি ভাষার প্রয়োগ করেন।