উদ্বিগ্ন Uddhav Thackeray, ইন্দিরা গান্ধীর প্রসঙ্গ টেনে কি পরামর্শ শরদ পাওয়ারের

0
30

খাস ডেস্ক: জাতীয় নির্বাচনের কমিশনের সিদ্ধান্তে ‘শিবসেনা’ নাম এবং ‘ধনুক’, ‘তীর’ প্রতীক চিহ্ন একনাথ শিণ্ডের শিবিরের হাতে তুলে দেওয়া হয়েছে। এরপরই শনিবার নিজের বাসভবনে বৈঠকের ডাক দিয়েছেন উদ্ধব ঠাকরে। এই পরিস্থিতিতে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে কি পরামর্শ দিলেন এনসিপি নেতা শরদ পাওয়ার।

আরও পড়ুন: ‘পরিকল্পিত ভাবে আটকানো হচ্ছে’, ভোটের আগে শাসক দলের বিরুদ্ধে বিস্ফোরক নওশাদ

- Advertisement -

NCP প্রধানের মতে, এই সিদ্ধান্তের ফলে ঠাকরে শিবিরে কোনও বড় প্রভাব পড়বে না। নতুন নাম এবং প্রতীক স্বাদরে গ্রহণ করবেন সাধারণ মানুষ। পাশাপাশি উদ্ধব ঠাকরেকে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত গ্রহণ করার পরামর্শ দিয়েছেন শরদ পাওয়ার। তিনি বলেন, “কমিশন তার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। এরপর আর কোনও কথা বলার জায়গা নেই। ঠাকরে শিবির সিদ্ধান্ত গ্রহণ করে নিক। এটি কোনও প্রভাব ফেলবে না। আগামী ১৫-৩০ দিনের জন্য কেবল আলোচনার বিষয় হয়ে থাকবে।”

প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রসঙ্গ টেনে এনসিপি প্রধান আরও বলেন, “আমার মনে আছে ইন্দিরা গান্ধী একইরকম একটি পরিস্থিতির মুখে পড়েছিলেন। বাধ্য হয়ে দলের প্রতীক চিহ্ন বদলে ‘হাত’ করা হয়েছিল।”

আরও পড়ুন: প্রশ্নপত্র ফাঁস নিয়ে পুলিশের সংঘর্ষ, এই দিন পর্যন্ত বন্ধ করা হল রাজধানীর ইন্টারনেট পরিষেবা