হাসপাতালেই ‘বিতর্কিত’ দিল্লি বিল-এ সই রাষ্ট্রপতির, জোর ধাক্কা খেলেন কেজরিওয়াল

আইনে পরিণত হল ‘দিল্লি বিল’৷

0
3228

নয়াদিল্লি: আইনে পরিণত হল ‘দিল্লি বিল’৷ রবিবার রাতে বিলটিতে সই করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ৷ এর ফলে দিল্লির উপরাজ্যপালের ক্ষমতাবৃদ্ধি হল৷ এখন বাকি শুধু ঘোষণার৷ কবে এই আইন বাস্তবায়িত হবে তা ঘোষণা করবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক৷

রামনাথ কোবিন্দ হাসপাতালে ভরতি৷ কিছুদিন আগে অসুস্থ হয়ে সেনা হাসপাতালে ভরতি হন৷ সেখান থেকে নিয়ে যাওয়া হয় এইমসে৷ তাঁর বাইপাস অপারেশন হওয়ার কথা রয়েছে৷ হাসপাতালে শুয়েই দ্য গর্ভমেন্ট অফ ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি অফ দিল্লি (সংশোধনী) বিল, ২০২১-এ সই করেন রাষ্ট্রপতি৷

- Advertisement -

এই আইনে পরিণত হওয়ায় জোর ধাক্কা খেল কেজরিওয়াল সরকার৷ সংশোধিত আইনে দিল্লির উপরাজ্যপালের হাতেই সব প্রশাসনিক ক্ষমতা দেওয়া হয়েছে৷ ফলে নির্বাচিত সরকারের হাতে কোনও প্রশাসনিক ক্ষমতাই রইল না৷ পাশ হওয়া বিলে বলা হয়েছে, যে কোনও প্রশাসনিক সিদ্ধান্ত নেবেন উপরাজ্যপাল৷ তাঁর সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত৷ নতুন আইন পাশ করতে গেলেও তাঁর সম্মতির দরকার পড়বে৷

গত বছর ২২ মার্চ বিলটি লোকসভা পাশ হয়৷ একবছর পর মার্চ মাসের ২৪ তারিখ বিলটি রাজ্যসভায় পাশ করায় মোদী সরকার৷ শুরু থেকেই বিলটির বিরোধিতা করেছিল আপ সরকার৷ এবছর ২৪ মার্চ বিলটি রাজ্যসভাতেও পাশ হওয়ার পর কেজরিওয়ালের প্রতিক্রিয়া ছিল, ‘‘গণতন্ত্রের কালো দিন শুরু হয়ে গিয়েছে৷’’ তাঁর বক্তব্য, দিল্লি ভোটে বিজেপি দু’বার হেরেছে৷ এখন শাসন ক্ষমতা নিজেদের হাতে রাখতে বিল পাশ করেছে৷ এটা ভারতীয় গণতন্ত্রের দুঃখের দিন৷ আমরা হার মানব না, লড়াই থামাব না৷ মানুষের ক্ষমতা যাতে মানুষের হাতেই থাকে সে নিয়ে লড়াই চলবে৷ যতই বাধা আসুক আমরা থামব না৷

২০১৩ সালে মুখ্যমন্ত্রী হওয়ার পরই দিল্লির উপরাজ্যপালের সঙ্গে কেজরিওয়াল বারবার সংঘাতে জড়িয়েছেন৷ তখন থেকেই তাঁর অভিযোগ ছিল, উপরাজ্যপালের মাধ্যমে তাঁর সরকারের উপর কর্তৃত্ব ফলাতে চাইছে কেন্দ্র৷ দিল্লি বিল আইনে পরিণত হওয়ায় সেটাই হতে চলেছে৷