দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যার রেকর্ড বৃদ্ধি

0
24

নয়াদিল্লি: একদিকে করোনা, অপরদিকে লকডাউন। দুইয়ের যাঁতাকলে পড়ে দেশবাসী গৃহবন্দি। সময় কাটানোর জন্য একমাত্র ভরসা মোবাইল বা কম্পিউটার। কিংবা কিছু কাজের ক্ষেত্রেও অপরিহার্য এই দুই মাধ্যম। বহু কোম্পানিই ‘ওয়ার্ক ফ্রম হোম’ ধারণায় কাজ চালিয়ে গেছে। এমনকি আনলক পর্বে এসেও অনেক কাজ এই পন্থাতেই হচ্ছে। তাই অত্যাধিক প্ৰয়োজন হয়ে দাঁড়িয়েছে ইন্টারনেট।

সম্প্রতি প্রকাশিত এক রিপোর্টে দেখা যাচ্ছে এই ইন্টারনেট ব্যবহারকারীদের সংখ্যা আগের বছরের তুলনায় ৩.৪ শতাংশ বেড়েছে। অর্থাৎ এখন দেশে ইন্টারনেট ব্যবহার করেন ৭৪.৩ মিলিয়ন মানুষ।

- Advertisement -

টেলিকম নিয়ন্ত্রক ট্রাই প্রকাশিত প্রতিবেদন অনুসারে, ২০২০ সালের মার্চ মাসে প্রান্তিকের রিলায়েন্স জিও ৫২.৩ শতাংশ মার্কেট শেয়ার নিয়ে প্রথম স্থানে ছিল। সেখানে ভারতী এয়ারটেল ২৩.৬ শতাংশ শেয়ার নিয়ে দ্বিতীয় স্থানে ছিল। এই সময়ের মধ্যে ভোডাফোন আইডিয়া তৃতীয়তে।

২০১৯ সালের ডিসেম্বরে শেষ হওয়া প্রান্তিকে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ছিল ৭১.৮ কোটি, যা ২০২০ সালের মার্চ মাসে ৩.৪০ শতাংশ বেড়ে ৭৪.৩ মিলিয়ন হয়েছে। জানুয়ারী-মার্চ ২০২০ অনুসারে, ব্রডব্যান্ড ইন্টারনেট গ্রাহকদের সংখ্যা ২০২০ সালের মার্চ মাসে ৩.৮৫ শতাংশ বেড়ে ৬৮.৭৪৪ কোটি হয়েছে।

বোঝাই যাচ্ছে ইন্টারনেট-এর চাহিদা কিভাবে বাড়ছে। পাশাপাশি বর্তমানে বিভিন্ন ক্ষেত্রে অনলাইন পরিষেবা চালু হয়ে যাওয়ার ফলে সব কাজের জন্যই মানুষকে ইন্টারনেটের ওপর ভরসা করতে হচ্ছে।