Rahul Gandhi: করোনা টিকাকরণ গল্পের ‘জুমলা’ সংস্করণ জীবন বাঁচাতে পারবে না, কেন্দ্রকে আক্রমণ রাহুলের

কংগ্রেসের মুখ্য মুখপাত্র রণদীপ সুরজেওয়ালাও কংগ্রেস সভাপতির উদ্ধৃতি দিয়ে বলেছেন, "ফাঁপা ঘোষণা নয়, প্রকৃত বাস্তবায়ন আমাদের নাগরিকদের স্বাস্থ্য নয়, আমাদের জাতির সম্পদের চাবিকাঠি।"

0
28

নয়াদিল্লি: সদ্য ভারত ১০০ কোটি ডোজর টিকাকরণ সম্পন্ন করে নয়া মাইল ফলক ছুঁয়েছে। চিনের পর বিশ্বে ভারতই প্রথম যেখানে ১০০ কোটি টিকা দেওয়া সম্পন্ন হয়েছে। এই সাফল্যের জন্য বিজেপি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূমিকার কথাই তুলে ধরেছে। কিন্তু ভারতে ১০০ কোটির টিকাদান নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা, এই নিয়েই এবার কেন্দ্রের মোদী সরকারকে আক্রমণ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। কেন্দ্রকে নিশানা করে বলেছেন, কোভিড ভ্যাকসিন গল্পের ‘জুমলা’ সংস্করণ জীবন বাঁচাতে পারবে না।

বুধবার “DutyToVaccinate” হ্যাশট্যাগ ব্যবহার করে টুইটারে রাহুল গান্ধী লিখেছেন, COVID-19 ভ্যাকসিনের গল্পের ‘জুমলা সংস্করণ’ নয়, প্রকৃত টিকাদান জীবন বাঁচাতে পারে।” রাহুল গান্ধী আরও বলেছেন দেশে এখনও টিকা দেওয়া হয়নি এমন বিপুল সংখ্যক লোক রয়েছেন। কংগ্রেসও টুইটারে সোনিয়া গান্ধীর নিবন্ধটি শেয়ার করে উদ্ধৃত করে লিখেছে, “প্রধানমন্ত্রী জোর দিতে চান যে ভ্যাকসিন বিনামূল্যে, যখন তারা সুবিধামত ভুলে যায় যে তারা সবসময় মুক্ত ছিল। বিজেপি সরকারই ভারতের সর্বজনীন বিনামূল্যে টিকাকরণ নীতি থেকে দূরে সরে গিয়েছে।”

- Advertisement -

টুইটারে একই নিবন্ধটি শেয়ার করে, কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী বঢরা বলেছেন, “কোভিড-১৯-এর কালো মেঘ দূর করতে পারলে অস্থির অর্থনীতির মোড় ঘুরিয়ে দেওয়া যেতে পারে। এর জন্য আমাদের বাচ্চাদের সহ সম্পূর্ণ বিনামূল্যে সবার জন্য ভ্যাকসিন সরবরাহের গতি বাড়াতে হবে।” অন্যদিকে রাহুল গান্ধীও সোনিয়া গান্ধীর একটি লেখা শেয়ার করেছেন যেখানে ১০০ কোটি টিকা দেওয়ার মাইলফলক অর্জনের বিষয়ে ভারতীয় বিজ্ঞানী এবং গবেষকদের প্রশংসা করেছেন। তবে সেই সঙ্গে এটাও উল্লেখ করেছেন যে, বিপুল সংখ্যক মানুষ এবং শিশু রয়েছে এখনও পর্যন্ত করোনার বিরুদ্ধে লড়াই করার জন্য টিকা দেওয়া হয়নি।

 

কংগ্রেসের মুখ্য মুখপাত্র রণদীপ সুরজেওয়ালাও কংগ্রেস সভাপতির উদ্ধৃতি দিয়ে বলেছেন, “ফাঁপা ঘোষণা নয়, প্রকৃত বাস্তবায়ন আমাদের নাগরিকদের স্বাস্থ্য নয়, আমাদের জাতির সম্পদের চাবিকাঠি।” কংগ্রেসের মুখ্য মুখপাত্র সোনিয়া গান্ধীর উদ্ধৃতি উল্লেখ করে বলেছেন, “আমাদের সহ শিশুদের সবার জন্য ভ্যাকসিন প্রদান করুন। সত্যিকারের আশাবাদের সঙ্গে এটি উত্‍সবের মরসুমে সূচনা করুন।” প্রসঙ্গত, সোনিয়া গান্ধী তাঁর নিবন্ধে বলেছেন, “১০০ কোটি করোনা ভ্যাকসিন ডোজের মাইলফলক অতিক্রম করার জন্য ফ্রন্টলাইন স্বাস্থ্যসেবা কর্মীরা আমাদের পূর্ণ অভিনন্দন পাওয়ার যোগ্য। তাঁরা, বিজ্ঞানী, গবেষক, চিকিৎসা পেশাদার এবং ভ্যাকসিন প্রস্তুতকারকদের সঙ্গে মিলে আমাদের নাগরিকদের করোনা থেকে রক্ষা করার জন্য বীরত্বের সাথে একাধিক বাধা অতিক্রম করেছে। তাঁদের প্রচেষ্টার জন্য ধন্যবাদ, আমাদের টিকাকরণ অভিযান শুরুর কয়েক মাস বিলম্ব, সিদ্ধান্তহীনতা এবং বিভ্রান্তির পরে গতি পেয়েছে।”