জঙ্গিহানায় আক্রান্ত পরিবারের সদস্যদের মেডিক্যাল পড়ার আসন সংরক্ষণ কেন্দ্রের

0
88

নয়াদিল্লিঃ এবার থেকে জঙ্গিহানায় আক্রান্ত কোনও ব্যক্তির পরিবারের সদস্যদের জন্য মেডিক্যাল পড়ার আসন সংরক্ষণের সিদ্ধান্ত নিল কেন্দ্র।

উল্লেখ্য, জঙ্গিহানায় আক্রান্ত কোনও ব্যক্তির পরিবারের কোনও সদস্য মেডিক্যাল সায়েন্স বা ডেন্টাল সার্জারি পড়লে, তাঁদের জন্য বিশেষ সংরক্ষণের আবেদন পেল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। আর এই আবেদনে সাড়া দিয়ে সমস্ত রাজ্যকে এ বিষয়ে নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক।

- Advertisement -

জানা গিয়েছে, এমবিবিএস এবং বিডিএস পড়ার ক্ষেত্রে নিটের ফলাফল এবং শিক্ষাগত রেজাল্টের ভিত্তিতেই অগ্রাধিকার দিতে হবে জঙ্গিহানায় আক্রান্ত পরিবারের সদস্যদের ক্ষেত্রে। অন্য কোনও পরীক্ষা বা সিলেকশন পদ্ধতি চলবে না মেডিক্যালের আসন পাওয়ার জন্য। এ জন্য অবশ্য আলাদা করে আবেদন করতে হবে কেন্দ্রের বিশেষ স্কিমে। যে কোনও রকম জঙ্গিহানায় বা সন্ত্রাসে পরিবারের কেউ নিহত হলে ছাত্র বা ছাত্রী এই স্কিমে আবেদন করতে পারেন।

স্বরাষ্ট্র মন্ত্রক বিবৃতি দিয়ে জানিয়েছে, “রাজ্য সরকারগুলিকে অনুরোধ করা হচ্ছে, ২০২০-২১ সালের জন্য এই স্কিমের আওতায় যাতে আরও বেশি পড়ুয়া এমবিবিএস ও বিডিএস-এর জন্য আবেদন করে, সে জন্য প্রচার চালাতে।”

পাশাপাশি আরও বলা হয়েছে, “আবেদনপত্রের সত্যতা খুঁটিয়ে দেখার দায়িত্ব রাজ্য সরকারের। কোনও পড়ুয়া নিজেকে এই স্কিমের যোগ্য বলে মনে করলে, আগে আসল ঘটনা কী ছিল তা প্রমাণসহ জানতে হবে সরকারকে। তার পরেই জরুরি সমস্ত তথ্য সঙ্গে দিয়ে ১৫ দিনের মধ্যে পাঠাতে হবে স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে।“

জম্মু-কাশ্মীরের ক্ষেত্রেও এই স্কিম প্রযোজ্য। যে সমস্ত পরিবারের কোনও না কোনও সদস্য জঙ্গিহানার মারা গিয়েছেন, সে পরিবারের সন্তানরা ডাক্তারি পড়ার ক্ষেত্রে এই সুবিধা পাবেন।