UP Election: মমতার দেখানো পথে হেঁটে উত্তরপ্রদেশে ভোট কুড়নোর মরিয়া চেষ্টা প্রিয়াঙ্কার

মহিলাদের ভোট পাওয়ার জন্য এটি কংগ্রেসের অন্যতম প্রধান পদক্ষেপ বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। প্রিয়াঙ্কা এমন মহিলাদেরও স্বাগত জানিয়েছেন, যারা উত্তরপ্রদেশ শাসন ব্যবস্থায় পরিবর্তন আনতে চান।

0
78

লখনউ: সামনের বছরেই রয়েছে উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন। সেই ভোটে যোগীর বিরোধিতায় প্রধান মুখ হিসাবে নিজেকে তুলে আনছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বঢ়রা। গত মঙ্গলবারেই নির্বাচনে লড়াই করার জন্য ৪০ শতাংশ মহিলাকে টিকিট দেওয়ার কথা ঘোষণা করেছেন। এবার আরও এক নির্বাচনী প্রতিশ্রুতি দেখা গেল কংগ্রেস নেত্রীকে। যা নিয়ে সরব হয়েছিল তৃণমূল। ফের একবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথেই হাঁটল কংগ্রেস। প্রিয়াঙ্কা গান্ধী বৃহস্পতিবার ঘোষণা করেছেন যে যদি তাঁর দল উত্তরপ্রদেশে ক্ষমতায় আসে, তাহলে তিনি দ্বাদশ শ্রেণী পাস ছাত্রীদের স্মার্টফোন ও স্নাতক পাস ছাত্রীদের ইলেকট্রনিক স্কুটি দেবে।

নির্বাচনী প্রতিশ্রুতি দিয়ে একটি টুইটে প্রিয়াঙ্কা বলেন, “আমি কিছু ছাত্রের সাথে দেখা করেছি, তাঁরা বলেছেন, যে তাদের পড়াশোনা এবং নিরাপত্তার জন্য স্মার্টফোন দরকার। আমি খুশি যে ইসতেহার কমিটির সম্মতিতে, ইউপি কংগ্রেস উচ্চমাধ্যমিক দেওয়া মেয়েদের স্মার্টফোন এবং যারা স্নাতক পাস করা ছাত্রীদের ইলেকট্রনিক স্কুটি দেওয়া সিদ্ধান্ত নিয়েছেন।” প্রিয়াঙ্কা তার টুইটের সঙ্গে একটি ভিডিও পোস্ট করেছেন যেখানে একটি স্কুল-কলেজের মেয়েদের একটি গ্রুপের সঙ্গে কথা রিপোর্টারের কথা বলার ভিডিও পোস্ট করেছেন।

- Advertisement -

প্রিয়াঙ্কার পোস্ট করা একটি ভিডিওতে একটি ছাত্রীকে প্রিয়াঙ্কা জিজ্ঞাসা করেছেন তার কাছে স্মার্ট ফোন রয়েছে কিনা। সেই প্রশ্নের জবাবে একটি ছাত্রী জানায়, “আমরা বললাম আমাদের কাছে ফোন নেই বা কলেজে তাদের অনুমতি নেই। তখন তিনি (প্রিয়াঙ্কা) আমাদের জিজ্ঞাসা করলেন যে মেয়েদের ফোন পাওয়া উচিত বলে ঘোষণা করা উচিত কিনা এবং আমরা বললাম আমরা আমাদের নিরাপত্তার জন্য আর কি চাইতে পারি।” ঐ ছাত্রী আরও জানিয়েছে যে, ভিডিওতে আরেক ছাত্রী বলেছেন, “তিনি (প্রিয়াঙ্কা) আমাদের আরও মনযোগ দিয়ে পড়াশোনা করতে বলেছেন।”

আরও পড়ুন- আইলা রে আইলার তালে ডান্স ফ্লোরে কোমর দোলালেন সিম্বা-সিংঘম-সূর্যবংশী

মহিলাদের ভোট পাওয়ার জন্য এটি কংগ্রেসের অন্যতম প্রধান পদক্ষেপ বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। প্রিয়াঙ্কা এমন মহিলাদেরও স্বাগত জানিয়েছেন, যারা উত্তরপ্রদেশ শাসন ব্যবস্থায় পরিবর্তন আনতে চান। বলেছেন যারা যোগীকে চান না আর তাঁরা যেন এগিয়ে আসেন এবং নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। কংগ্রেস নেত্রী মহিলাদের নির্বাচনে লড়াই করার জন্য এগিয়ে আসার জন্য সংবাদ সম্মেলন থেকে বলেছেন, “যে কোনও মহিলা প্রতিযোগিতা করতে চান তিনি ১৫ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারেন।” প্রিয়াঙ্কার সেই কথাকে আরও জোরাল ভাবে উপস্থাপন করেছেন তাঁরই দাদা রাহুল গান্ধী।

আরও পড়ুন- Sharukh khan : ছেলেকে দেখতে জেলে গেলেন শাহরুখ, মন্নতে হানা এনসিবির

প্রসঙ্গত উল্লেখ্য, চলতি বছরে মহিলাদের ভোট পাওয়ার জন্য বাংলার মুখ্যমন্ত্রী একাধিক প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে বলা ভালো জেতার পর সেগুলি রেখেছেন মমতা। করোনা পরিস্থিতির জন্য বন্ধ স্কুল। ছাত্রছাত্রীদের পড়াশোনায় যাতে কোনও অসুবিধা না হয় সেই কারণে বাংলার দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের স্মার্ট-ফোন বা ট্যাব কেনার জন্য ১০ হাজার টাকা দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। যোগীকে হারাতে ও মহিলা ভোট পেতে মমতার দেখানো পথেই হাঁটছে উত্তরপ্রদেশ কংগ্রেস।