মোদী সরকার কৃষক দরদী, দাবি রাষ্ট্রপতির

0
138
File Photo

খাসখবর ডেস্ক: প্রজাতন্ত্র দিবসের ঠিক আগে জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন দেশের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ৷ সোমবার নিজের ভাষণে কৃষকদের আস্বস্ত করলেন রাষ্ট্রপতি৷ তাঁর মতে প্রাথমিক পর্যায়ে একাধিক ভুল বোঝাবুঝি থাকলেও সরকার যে কৃষকদের হিতে কাজ করেছে, তা অনস্বীকার্য।

রাষ্ট্রপতির এদিনের ভাষণে কৃষি আইনের পাশাপাশি উঠে এসেছে শ্রম ক্ষেত্রে সংস্কার, নয়া শিক্ষানীতির মত একাধিক গুরুত্বপূর্ণ প্রসঙ্গও। তাঁর কথায়, ‘ আমাদের আরও শক্তিশালী, আত্মবিশ্বাসী করে তোলে কঠিন সময়। এই আত্মবিশ্বাসকে পাথেয় করেই এগোচ্ছে ভারত৷ যেভাবে কোভিড পরিস্থিতিতেও কৃষিজ কাজে কোনও প্রভাব পড়েনি, তার জন্য কৃষকদেরও ধন্যবাদ প্রাপ্য৷’

- Advertisement -

নিজের বক্তব্যে নয়া শিক্ষানীতিরও প্রশংসা করেন কোবিন্দ। তাঁর মতে, প্রযুক্তির সঙ্গে সংস্কৃতির মেলবন্ধন ঘটিয়ে এই নীতি তৈরি হয়েছে। এই নীতির মাধ্যমে ছাত্রছাত্রীদের প্রতিভার আরও বিকাশ হবে।