করোনা নিয়ে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

0
88

নয়াদিল্লি: করোনা ভাইরাসের আতঙ্ক গ্রাস করেছে গোটা বিশ্ববাসীকে৷ যার প্রভাব পড়েছে ভারতেও৷ এই ভাইরাস মোকাবিলায় তৎপর প্রশাসন৷ একের পর এক সচেতনামূলক বার্তা দিয়ে চলেছে চিকিৎসকরা৷ সাধারণ মানুষদের আতঙ্কগ্রস্থ হতে নিষেধ করছে পুলিশ৷ করোনা ভাইরাস ও তার মোকাবিলা নিয়ে বৃহস্পতিবার রাত ৮ টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷

প্রধানমন্ত্রীর দফতর সূত্রে জানা গিয়েছে, বুধবার সন্ধ্যায় করোনা ভাইরাসের মোকাবিলায় একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেন নরেন্দ্র মোদী৷ সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয় বৃহস্পতিবারে জাতির উদ্দেশে ভাষণ দেবেন তিনি৷ এদিন বৈঠকে এই ভাইরাস ছড়িয়ে পড়া রুখতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়৷ বেসরকারি পরীক্ষাকেন্দ্রগুলিকে যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয় ওই বৈঠকে৷

- Advertisement -

এদিনের বৈঠকের পর ভাইরাস মোকাবিলায় অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী৷ সেই সঙ্গে তিনি টুইট করে একাধিক রাজ্য সরকার সহ, স্বাস্থ্য পরিষেবা, প্যারামেডিক্যাল কর্মী, সশ্বস্ত্র বাহিনী এবং আধা সামরিক বাহিনী, যাঁরা বিমান পরিষেবায় যুক্ত, পুরকর্মী এবং অন্যান্যদের সম্মান জানান৷

এখনও পর্যন্ত ভারতে তিন জনের মৃত্যু খবর পাওয়া গিয়েছে৷ আক্রান্তের সংখ্যা ১৭০৷ মোট ১৫১ টি দেশে করোনা ভাইরাসে আক্রান্তের খবর মিলেছে৷ তাই অন্যান্য দেশের অভিজ্ঞতার কথা মাথায় রেখে, মানুষকে সজাগ করা এবং সচেতনতা প্রচার করার পরিকল্পনা করেছে মোদী সরকার৷

কয়েক সপ্তাহ ধরে, শিক্ষাপ্রতিষ্ঠানগুলি বন্ধ করে দিয়েছে বহু রাজ্য৷ এছাড়াও শপিং মল, মাল্টিপ্লেক্স, বন্ধ করা হয়েছে, এবং বিভিন্ন ক্রীড়া কর্মসূচী এবং অনুষ্ঠান, জমায়েত বন্ধ করার পাশাপাশি মানুষকে পর্যটনে নিষেধ করা হয়েছে।