মোদী সরকারের গাফিলতিতেই করোনার দ্বিতীয় ঢেউ, দাবি আন্তর্জাতিক পত্রিকার

0
37
File Photo

খাস খবর ডেস্ক: ভারতের বর্তমান করোনা পরিস্থিতি মোদী সরকারের নিজের তৈরি করা। করোনা আবহে সংক্রমণ ঠেকানোর থেকে সমালোচনার টুইট মুছতে বেশি আগ্রহ দেখিয়েছে মোদী সরকার। দেশবাসীর প্রতি কেন্দ্রের এই মনোভাব ‘ক্ষমার অযোগ্য’। মোদী সরকার যেভাবে কোভিড পরিস্থিতিকে খাটো করে দেখেছে, তাতেই ভারতে করোনার দ্বিতীয় ঢেউ এইভাবে ঝাঁপিয়ে পড়তে পেরেছে। করোনার বাড়বাড়ন্তের জন্য মোদী সরকারকে এভাবেই কাঠগড়ায় তুলল আন্তর্জাতিক পত্রিকা ল্যানসেট। কেন্দ্রের ভ্যাকসিন নীতি ও টিকাকরণে শ্লথ গতির জন্য মোদীর দিকে আঙুল তুলেছে তারা।

চিকিৎসা সংক্রান্ত এই পত্রিকাটি তাদের সম্পাদকীয় বিভাগে লিখেছে, দেশের মধ্যে সংক্রমণ হাতের বাইরে চলে যেতে পারে জেনেও ধর্মীয় ও রাজনৈতিক সমাগমের অনুমতি দেওয়া হয়েছে। করোনার দ্বিতীয় ঝড়ের পূর্বাভাস থাকা সত্ত্বেও কোনও ব্যবস্থা নেয়নি নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার। সমালোচকদের চুপ করিয়ে দেওয়া এবং খোলা মনে পরামর্শ নিতে না চাওয়ার সরকারি মনোভাবই ভারতের সঙ্কট বাড়িয়েছে যাকে কোনও ভাবেই ক্ষমা করা যায় না। মোদী সরকার কোনও সমালোচনা শুনতে চায় না বলেও তাদের অভিযোগ।

- Advertisement -

ল্যানসেটের দাবি, প্রাথমিকভাবে করোনা মোকাবিলায় ভারত যে সাফল্য পেয়েছিল তাতে তাদের আত্মতুষ্টি এসে যায়। ভারত সরকার করোনা মোকাবিলার জন্য প্রথম পর্যায়ে যে টাস্ক ফোর্স তৈরি করেছিল, এপ্রিল মাসের আগে বেশ কয়েক মাস যাবৎ তারা কোনও বৈঠকই করেনি। কেন্দ্রের ভ্যাকসিন নীতিও টিকাকরণে শ্লথ গতিকেও একহাত নিয়েছে তারা। বহু দেশ যেখানে টিকারণ প্রায় সেরে ফেলেছে কিংবা মাঝপথে, ভারতে সেখানে টিকা পেয়েছেন মাত্র ২ শতাংশ। মার্চে যখন করোনার দ্বিতীয় ঢেউ পড়ছে, ভারতের স্বাস্থ্যমন্ত্রী তখনও দাবি করে গিয়েছেন, ভারত করোনার বিরুদ্ধে জয়ের পথে!

পৃথিবী বিখ্যাত ওই জার্নালে ভারত সম্পর্কে লেখা হয়েছে, দেশের হাসপাতালগুলিতে বেড নেই। গোটা দেশের শ্মশানে গণচিতা জ্বলছে। স্বাস্থ্যকর্মীরা টানা কাজ করে ও করোনার বিরুদ্ধে যুদ্ধ করে বিধ্বস্ত। ভারতের এই দুর্যোগ সত্যিই চোখে দেখা যায় না। ল্যানসেটে প্রকাশিত সম্পাদকীয়তে দাবি করা হয়েছে, ১ অগস্টের মধ্যে দেশে করোনায় মৃতের সংখ্যা ১০ লক্ষ ছোঁবে। সে ক্ষেত্রে এই ‘জাতীয় বিপর্যয়’ ডেকে আনার দায় নিতে হবে মোদীকেই। এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী সহ দেশের শীর্ষস্থানীয় রাজনীতিকরা করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূমিকার তীব্র সমালোচনা করেছেন।