বাজেট পেশের আগে প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে মন্ত্রী পরিষদের বৈঠক, নজরে একাধিক বিষয়

0
39

নয়াদিল্লি:  আগামী মাসে ফেব্রুয়ারি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন চলতি অর্থবর্ষের বাজেট পেশ করবেন। ২০২৩ সালের এই বাজেটকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই উল্লেখ কড়া হয়েছে। সেই বাজেট পেশ করার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার এখানে কেন্দ্রীয় মন্ত্রী পরিষদের একটি বৈঠকে সভাপতিত্ব করেছেন। সেই বৈঠকে একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলেই জানা গিয়েছে।

কেন্দ্রীয় বাজেট ১ ফেব্রুয়ারি সংসদে পেশ করা হবে। এটাই হবে ২০২৪  সালের লোকসভা নির্বাচনের আগে মোদী সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট। কেন্দ্রীয় মন্ত্রী পরিষদের জন্য অনুষ্ঠিত প্রথম বৈঠকটি সকাল ১০ টায় শুরু হয়েছিল এবং সন্ধ্যায় শেষ হবে বলে মনে করা হচ্ছে। এই বাজেটের উপরেই একাধিক বিষয় নির্ভর করছে। বাজেটের প্রভাব পড়বে ভোটবাক্সেও।  সাধারণ মানুষ আসন্ন বাজেটে কি কি সুবিধা মিলবে সেই দিকে তাকিয়ে রয়েছে। অন্যদিকে মোদী সরকারও খুব মেপে পা ফেলবে বলেই জানাচ্ছে রাজনৈতিক মহলের একাংশ।

- Advertisement -

আরও পড়ুন-শ্রী কৃষ্ণ, হনুমান ছিলেন ভারতের সর্বশ্রেষ্ঠ কূটনীতিক, মন্তব্য বিদেশমন্ত্রী জয়শঙ্করের 

সূত্র জানিয়েছে, এই বৈঠকে নরেন্দ্র মোদী সরকারের গৃহীত বিভিন্ন মন্ত্রণালয়ের কাজ এবং নীতিগত উদ্যোগ পর্যালোচনা ও আলোচনা করা হবে। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে নয়টি রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে মন্ত্রিসভা রদবদলের গুঞ্জনের মধ্যে এই বৈঠক হয়েছে। ‘আমি মধ্যবিত্ত,সমস্যা বুঝি’, আসন্ন বাজেটে নিজের পরিকল্পনার কথা জানিয়েছিলেন অর্থমন্ত্রী। সেই মন্তব্যের পর বাজেটে মধ্যবিত্তের জন্য কি কি সুবিধা থাকে সেটাই দেখার।