সেতু বিকল হওয়ায় গরুর গাড়িতেই চলছে ঝুঁকির নদী পারাপার

0
107

লখনউ: বিকল হয়েছে সেতু। যার কারণে শুরু হয়েছে মেরামত। আর সেই একই কারণে বন্ধ হয়ে গিয়েছে সেতুর উপর দিয়ে সাধারণের যাতায়াত। অগত্যা নদী পার করতে সাধারণ মানুষকে ব্যবহার করতে হচ্ছে গরু বা মহিষ দ্বারা টানা গাড়ি।

আরও পড়ুন- মডেল সোনিকার মৃত্যুর ঘটনায় বিক্রমের বিরুদ্ধে চার্জ গঠনের নির্দেশ

- Advertisement -

জীবনের ঝুঁকি নিয়ে এমন করেই নদী পার করে যাতায়াত চলছে যোগী রাজ্য উত্তরপ্রদেশে। ওই পশুতে টানা কাঠের গাড়িতে করে পারাপার করছেন মানুষ। সেই সঙ্গে মোটর গাড়িও পার করা হচ্ছে ওই গাড়িতে করে। যে কোনও মুহূর্তে ঘটে যেতে পারে ভয়াবহ অঘটন। তবুও কোনও ভ্রুক্ষেপ নেই প্রশাসনের। যা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে নানা মহলে।

ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মরাদাবাদ এলাকায়। সেখানের ভোজপুর এলাকায় অবস্থিত ধেলা নদীর উপরে রয়েছে একটি সেতু। সেই সেতুই মেরামতের কাজ শুরু হয়েছে। সেই কারণে ওই সেতুর উপর দিয়ে সাধারণের চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এই অবস্থায় নদী পারাপার করতে পশু দ্বারা টানা গাড়ি ব্যবহার করা হচ্ছে।

আরও পড়ুন- কলেজে ভর্তির সমস্যা নিয়ে বিডিও-কে ডেপুটেশন নদিয়ার পড়ুয়াদের

এই বিষয়ে মুখ খুলেছেন পূর্ত দফতরের ইঞ্জিনিয়র লক্ষ্মী নারায়ণ। তিনি বলেছেন, “ন্যাশনাল হাইওয়ে অথোরিটি অফ ইন্ডিয়া ওই সেতু মেরামতের কাজ শুরু করেছে বলে ওই রাস্তা বন্ধ রাখা হয়েছে। সেই কারণে অনেক মানুষ ঝুঁকি নিয়ে নদী পারাপার করছে। অবিলম্বে ওই ঝুঁকির যাতায়াত বন্ধ করা উচিত।”

আরও পড়ুন- রেস্তোরাঁয় খানা-পিনা বাড়াচ্ছে করোনা সংক্রমণ, জানাল গবেষণা