বিদেশে পাচারের আগে ১৩০০ কচ্ছপ বাজেয়াপ্ত করল STF

0
42

কানপুর(উত্তরপ্রদেশ): একসঙ্গে ১৩০০ কচ্ছপ উদ্ধার করল স্পেশাল টাস্ক ফোর্স। দেশের বাইরে পাচারের আগে পাখনাযুক্ত কচ্ছপ বাজেয়াপ্ত করল উত্তরপ্রদেশ পুলিশ।

পুলিশ সুত্রে খবর, প্রথমে পশ্চিমবঙ্গে পাচার হচ্ছিল ঐ কচ্ছপগুলি। গোপন সুত্রে খবর পেয়ে ট্রাকে তল্লশি চালিয়ে উদ্ধার করা হয় ইন্ডিয়ান ফ্ল্যাপশেল টার্টলগুলি। দেশের বাইরে পাচার হওয়ার উদ্দেশ্যে ঐগুলি নিয়ে যাওয়া হচ্ছিল।

- Advertisement -

আরও জানা যায়, কচ্ছপগুলি ট্রাকের মধ্যে জিনিসের আড়ালে রাখা ছিল পাশাপাশি কিছু লরির মধ্যে মাটিতে পড়ে ছিল। এই ঘটনার পরে তদন্ত শুরু করেছে পুলিশ। আরও পাচারকারীদের এই ঘটনার সঙ্গে যুক্ত থাকার সন্দেহ প্রকাশ করেছে পুলিশ।

এই ঘটনায় গ্রেফতার হওয়া কিছু ব্যাক্তি জানিয়েছেন, এসটিএফ এই ঘটনায় কিছু কচ্ছপ পাচারে কিছু পোচাররা যুক্ত রয়েছেন। যারা উত্তরপ্রদেশের ইটা, ইটাওয়া, ফারুকাবাদের বাসিন্দা বলেই প্রাথমিকভাবে জানা গিয়েছে।

সূত্রের খবর, পশ্চিমবঙ্গ থেকে ঐ কচ্ছপগুলি বাংলাদেশ ও মায়ানমার হয়ে চিন, থাইল্যান্ড, হংকং সহ দক্ষিণ এশিয়ার বহু দেশ পাচার হওয়ার পরিকল্পনা ছিল পাচারকারীদের।