কাশ্মীরি পণ্ডিত খুনের বদলা, এনকাউন্টারে এক জঙ্গিকে খতম করল সেনা

0
22

শ্রীনগর: জম্মু কাশ্মীরে ফিরেছে সন্ত্রাসবাদের কালো ছায়া। পুল ওয়া মায় কয়েকদিন আগেই বাজার যাওয়ার পথে জঙ্গিদের গুলিতে খুন হয়েছেন একজন কাশ্মীরি পণ্ডিত। সেই ঘটনার পর থেকেই উপত্যকার সংখ্যালঘুদের মধ্যে প্রবল আতঙ্ক ছড়িয়েছে। টার্গেট কিলিংয়ের জবাব দিল ভারতীয় সেনা। এনকাউন্টারে সুরক্ষা বাহিনী খতম করেছে এক জঙ্গিকে।

পুলওয়ামায় সন্ত্রাসীদের হাতে একজন কাশ্মীরি পন্ডিত গুলিবিদ্ধ হওয়ার পর, মঙ্গলবার ভোরে জেলার আওয়ান্তিপোরা এলাকায় একটি এনকাউন্টার চলাকালীন নিরাপত্তা বাহিনী একজন জঙ্গিকে খতম করেছে। কাশ্মীর জোন পুলিশ ট্যুইট করে জানিয়েছে, , “পুলওয়ামা জেলার পদগামপোরা আওয়ান্তিপোরাতে এনকাউন্টার শুরু হয়েছে। পুলিশ ও নিরাপত্তা বাহিনী কাজ করছে। আরও বিস্তারিত জানা যাবে।” সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে অভিযান সম্পর্কে তথ্য দিয়ে জম্মু ও কাশ্মীর পুলিশ আরও জানিয়েছে যে, “এনকাউন্টারে একজন সন্ত্রাসী নিহত হয়েছে তবে, তার মৃতদেহ এখনও উদ্ধার করা হয়নি।”এনকাউন্টার এখনও চলছে বলেই জানানো হয়েছে।

- Advertisement -

আরও পড়ুন: সিসোদিয়ার গ্রেফতারিতে বিরোধী মহলে ‘একতা’, BJP’র জন্য কি অশনি সংকেত 

উল্লেখ্য, গত রবিবার পুলওয়ামায় সঞ্জয় শর্মা নামের এক কাশ্মীরি পণ্ডিতকে লক্ষ্য করে গুলি চালায় সন্ত্রাসবাদীরা। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার পরেই উপত্যকায় থাকা সংখ্যালঘুরা তাদের নিরাপত্তার দাবিতে সরব হয়েছে। বারবার এই জঙ্গি হানা বন্ধ করার দাবি জানিয়েছে কেন্দ্র সরকারের কাছে।