পেপারলেস বাজেট পেশ করে ৭০০ গাছ বাঁচাল পট্টনায়েক সরকার

0
140

ভুবনেশ্বর: পেপারলেস বাজেট পেশ করে দৃষ্টান্ত তৈরি করেছে ওড়িশার নবীন পট্টনায়েক সরকার৷ রাজ্য সরকারের এই পদক্ষেপের জেরে রক্ষা পেয়েছে ৭০০ গাছ৷

ডিজিটাল মাধ্যমের ব্যবহার বাড়িয়ে নবীন পট্টনায়েক সরকার এই বিপুল সংখ্যক গাছ বাঁচাতে সমর্থ হয়েছে৷ এর জন্য রাজ্যপাল গণেশ লাল ওড়িশা সরকারের কাজের ভূয়সী প্রশংসা করেন৷ এবারের বাজেট অধিবেশন শুরুর আগে বিধানসভায় দাঁড়িয়ে রাজ্যপাল তাঁর ভাষণে বলেন, বাজেটের নানা ডকুমেন্ট ছাপানো এবং ভাষণের জন্য ৫৭ লক্ষ পাতা বাঁচিয়েছে সরকার৷ নইলে এই ৫৭ লক্ষ পাতার জন্য কাটা পড়ত ৭০০ গাছ৷ কিন্তু রাজ্য সরকারের পদক্ষেপের জেরে ৭০০ গাছ রক্ষা পেয়েছে৷

- Advertisement -

তবে ওই বাজেটে সরকার কিছু কাগজের ব্যবহার করে৷ কিন্তু আগামী দিনে সেটাও আর করবে না ওড়িশা সরকার৷ রাজ্যপাল জানান, আগামী দিনে পুরোপুরি পেপারলেস বাজেট পেশ করা হবে৷

কাগজ বাঁচিয়ে পরিবেশ রক্ষায় সামিল হয়েছে অনেক সরকারি দফতর৷ অনেক রাজ্যে ‘পেপারলেস ব্যুরোক্র্যাসি’ শুরু হয়েছে৷ ফলে দৈনন্দিন প্রশাসনিক কাজে পেপারের ব্যবহার অনেকটাই কমে এসেছে৷ বেড়েছে ডিজিটাল মাধ্যমের ব্যবহার৷