শুধু বাংলা নয়, যোগী রাজ্যে শিক্ষক নিয়োগে বড় কেলেঙ্কারি সামনে এল

0
66

খাস খবর ডেস্ক: SSC থেকে TET সব ক্ষেত্রেই নিয়োগ দুর্নীতি নিয়ে বর্তমানে রীতিমত তোলপাড় রাজ্য। একের পর এক নেতা কর্মীদের বিরুদ্ধে অভিযোগ উঠছে বেআইনিভাবে নিয়োগ করিয়ে দেওয়ার। ইতিমধ্যেই চাকরি বাতিল হয়েছে ২৬৯ জন প্রাথমিক শিক্ষকের। বাংলায় শিক্ষক নিয়োগে দুর্নীতি নিয়ে সরব হয়েছে বিরোধী দল বিজেপি। এবার যোগীরাজ্য উত্তরপ্রদেশে ফাঁস হল বড়সড় নিয়োগ কেলেঙ্কারি। অভিযোগ, ভুয়ো মার্কশিট, ডিগ্রি দেখিয়ে চাকরি পেয়েছে কয়েক হাজার শিক্ষক-শিক্ষিকা।

আরও পড়ুন: এবার বিদেশ যাত্রা হবে আরও সহজ, চালু হতে চলেছে ‘ই-পাসপোর্ট’

- Advertisement -

অভিযোগ, গত কয়েক বছর ধরে যোগী রাজ্যের শিক্ষাব্যবস্থায় জাঁকিয়ে বসেছে দুর্নীতি। ভুয়ো মার্কশিট আর ডিগ্রি দিয়ে চাকরি পেয়েছেন কয়েক হাজার যুবক-যুবতী। আর এই নিয়ে, গত তিন বছর ধরে তদন্ত চালাচ্ছে উত্তরপ্রদেশের প্রাথমিক শিক্ষাবিভাগ এবং স্পেশ্যাল টাস্ক ফোর্স। তাদের যৌথ তদন্তে একে একে সামনে আসছে যোগী রাজ্যের কেলেঙ্কারির ছবি।

ভুয়ো নথি ব্যবহার করে চাকরি পেয়েছে এমন ২ হাজার ৪৯৪ জনকে চিহ্নিত করেছে স্পেশ্যাল টাস্ক ফোর্স বা STF। নিয়োগে জালিয়াতি করায় তাদের মধ্যে ২ হাজার ৪৯২ জনের চাকরি গিয়েছে। এফআইআর হয়েছে ২ হাজার ৩৪৭টি। নিজেদের ভাবমূর্তি বাঁচাতে এবার কড়া হাতে দুর্নীতি দমনে সক্রিয় যোগী প্রশাসন। কিন্তু তাতেও বিশেষ লাভ হয়নি। গোটা রাজ্যজুড়ে সঠিকভাবে তদন্ত করা গেলে যোগী আদিত্যনাথের রাজ্যে এরকম হাজার-হাজার শিক্ষক-শিক্ষিকার হদিশ মিলবে। দুর্নীতির বিষয়টি সামনে আসতেই নড়েচড়ে বসেছে যোগীরাজ্যের শিক্ষাদফতর। চাকরি পাওয়া সমস্ত শিক্ষক-শিক্ষিকার নাম, মার্কশিট, চাকরির পরীক্ষায় প্রাপ্ত নম্বরও বিশেষ পোর্টালে নথিভুক্ত করতে শুরু করেছে। যাতে ভবিষ্যতে এধরনের ঘটনা না ঘটে।