Covid-19: বিশ্বের প্রথম ন্যাজাল ভ্যাকসিন বাজারে আনল কেন্দ্র

0
33
covid vaccine

নয়াদিল্লি: ৭৪তম প্রজাতন্ত্র দিবসের দিনেই নয়া কোভিড ভ্যাকসিনের সূচনা করল কেন্দ্র। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী জিতেন্দ্র সিং সূচনা করলেন ভারত বায়োটেকের ন্যাজাল কোভিড ভ্যাকসিন ইনকোভ্যাক-এর। মাণ্ডব্যের বাসভবনেই এই ন্যাজাল ভ্যাকসিনের(Nasal Vaccine) সূচনা করা হল।

আরও পড়ুন রহস্যজনক কারণে ফের লকডাউন জারি উত্তর কোরিয়ার রাজধানীতে

- Advertisement -

বিশ্বের প্রথম কোভিড প্রতিষেধক ন্যাজ়াল ভ্যাকসিন এই বিবিভি১৫৪। ভারত বায়োটেকের তরফে বিবৃতি জারি করে এই টিকার দাম আগেই জানিয়ে দেওয়া হয়েছিল। বেসরকারি সংস্থায় iNCOVACC-র প্রতি টিকা মিলবে ৮০০ টাকায় এবং ভারত সরকার বা অন্য কোনও রাজ্য সরকারের টিকাকরণ সেন্টারে এই টিকা মিলবে ৩২৫ টাকায়। হেটেরোলোগাস বুস্টার ডোজ় হিসেবে ব্যবহারের জন্য নভেম্বরেই ড্রাগস কন্ট্রোলার জেনেরাল অব ইন্ডিয়ার অনুমোদন পেয়েছিল ভারত বায়োটেকের এই ন্যাজ়াল টিকা বিবিভি১৫৪ (BBV154)। তবে প্রাপ্তবয়স্কদের জন্য সীমিত ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছিল। এবার থেকে বাজারে উপলব্ধ হবে এই ন্যাজাল টিকা।

ভারত বায়োটেকের তরফে জানানো হয়েছে, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ের ক্লিনিকাল ট্রায়ালে এই ভ্যাকসিনটি মূল্যায়ন করা হয়েছে। এবং তিনটি পর্যায়েই এই টিকা সফল হয়েছে। এর আগে যেসব ব্যক্তি কোভিশিল্ড বা কোভ্যাক্সিনের দুটি ডোজ় নিয়েছেন তাঁরা বুস্টার ডোজ় হিসেবে এই ন্যাজ়াল ভ্যাকসিন নিতে পারবেন। প্রথম ও দ্বিতীয় ডোজ় হিসেবেও এই iNCOVAAC নেওয়া যাবে। তবে দুটি ডোজ়ের মধ্যে ৬ মাসের বিরতি দিতে হবে সেক্ষেত্রে।