কংগ্রেসের নবনির্বাচিত সভাপতি Mallikarjun Kharge

0
54
Gujarat tragedy

নয়াদিল্লি : কংগ্রেসের নয়া সভাপতি পদে নির্বাচিত হলেন মল্লিকার্জুন খাড়গে। ১৭ অক্টোবরের ভোটের গণনা শেষে বুধবার ঘোষণা করা হল নয়া সভাপতির নাম। ৭,৮৯৭ ভোট পেয়ে জয়ী হলেন Mallikarjun Kharge. সেখানে তাঁর বিরোধী শশী থারুর পেয়েছেন ১০০০ ভোট। ৪১৬টি ভোট প্রত্যাহার করা হয়েছে। দীপাবলির পর থেকেই তিনি সভাপতির সমস্ত দায়িত্ব গ্রহণ করবেন। কংগ্রেসের সদর দফতরে প্রবীণ নেতাদের সামনেই একটি অনুষ্ঠানে তিনি সভাপতির সমস্ত দায়িত্ব নেবেন।

এদিন রাহুল গান্ধী জানিয়েছেন, সভাপতি পদ কংগ্রেসের সর্বোচ্চ পদ। সকলেই সভাপতির কাছে রিপোর্ট করেন। তিনি দলে তাঁর স্থান সম্পর্কেও জানিয়েছেন, কংগ্রেস সভাপতিই দলে তাঁর ভূমিকা কি হবে তা সিদ্ধান্ত নেবেন। আবার অন্যদিকে শশী থারুর মল্লিকার্জুনের জয়ে তাঁকে অভিনন্দন জানিয়েছেন। আগামীর জন্য শুভেচ্ছে জানিয়ে তিনি ট্যুইট করেছেন। ১০০০টি ভোট পাওয়ায় তিনি ধন্যবাদও জানিয়েছেন।

- Advertisement -

প্রসঙ্গত, দীপাবলির পরে দায়িত্বগ্রহণ করবেন নয়া কংগ্রেস সভাপতি। কংগ্রেসের প্রধান কার্যালয়ে দলের বড় নেতাদের উপস্থিতিতে সভাপতির আসনে অধিষ্ঠিত হবেন মল্লিকার্জুন খাড়গে। মল্লিকার্জুনের খাতে জমা পড়া ভোটগণনা করেছেন প্রমোদ তিওয়ারি, কোদিকুলিন সুরেশ, গৌরব গগোই, সৈয়দ নাসির হোসেন, কুলজিৎ সিং বাগরা এবং গুরদীপ সিং সাপ্পল। অন্যদিকে, শশী থারুরের ভোট গণনা করেছেন কারতি চিদাম্বরম, অতুল চতুর্বেদী এবং সুমেধ গাইকোয়াল। ২০১৯ সালে রাহুল গান্ধীর পদত্যাগের পর থেকে এতদিন পর্যন্ত দলের অন্তর্বর্তী সভাপতির দায়িত্ব পালন করেছেন সনিয়া গান্ধী। এবার নতুন সভাপতির হাতে দায়িত্ব তুলে দেবেন তিনি।