সিসোদিয়াকাণ্ডের মাঝেই AAP সাংসদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ শিশু সুরক্ষা কমিশনের 

0
30
AAP

নয়া দিল্লি: আবগারি দুর্নীতি মামলায় দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার গ্রেফতারিতে ব্যাপক শোরগোল শুরু হয়েছে। বিজেপির ‘ষড়যন্ত্র’ নিয়ে সরব হয়েছে দিল্লি সরকার। এরই মধ্যে বিপাকে পড়লেন আপ সাংসদ রাঘব চাড্ডা। তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপের আর্জি জানিয়েছে NCPCR অর্থাৎ জাতীয় শিশু সুরক্ষা কমিশন।

আরও পড়ুন: ‘মদন মিত্র রেজিস্টার্ড মাতাল’, হঠাৎ কেন একথা বললেন বিজেপির নেতা

- Advertisement -

কমিশনের তরফে দিল্লির মুখ্যসচিবের কাছে একটি চিঠি দেওয়া হয়। তাদের অভিযোগ, শিবসেনা নেতা সঞ্জয় রাউত এবং আপ সাংসদ রাঘব চাড্ডা রাজনৈতিক উদ্দেশ্য পূরণ করতে সামাজিক মাধ্যমে শিশুদের ছবি পোস্ট করেছেন।

ঘটনা কি?

সঞ্জয় রাউত বিজেপিকে আক্রমণ করতে তাঁর সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেন যেখানে দেখা যায় মনীশ সিসোদিয়া এক স্কুল ছাত্রীর দিকে তাকিয়ে হাসছেন। শিবসেনা নেতা লেখেন, বিজেপি যেভাবে বিরোধী দলের নেতাদের গ্রেফতার করছে, আমি ভাবছি তাঁরা যখন ক্ষমতাচ্যূত হবেন সেইসময় বিজেপির সঙ্গে কি হবে? তাঁরাও যদি একইভাবে গ্রেফতার হন? কারা এগিয়ে আসবে তাঁদের সাহায্যে?’ রাউতের এই পোস্টটি রিটুইট করেন আমি আদমি পার্টির রাজ্যসভা সাংসদ রাঘব চাড্ডা। চিঠিতে আরও অভিযোগ করা হয়, দিল্লির আবগারি দুর্নীতি মামলায় মনীশ সিসোদিয়ার বিরুদ্ধে চলা তদন্ত থেকে নজর সরাতেই এই কাজ করা হয়েছে। এমনকি, শিশুদের অভিভাবকদের অনুমতি না নিয়েই ফটো পোস্ট করা হয়েছে বলে দাবি শিশু সুরক্ষা কমিশনের।