‘পেট্রল-ডিজেলের মূল্যবৃদ্ধির এই সিদ্ধান্তে নাগরিকদের জীবনযাত্রা আরও সহজ হবে’: Narendra Modi

0
70
Chief Minister Conclave

খাস খবর ডেস্ক: গত কয়েক মাস ধরে লাগাতার যেভাবে পেট্রোল, ডিজেল এবং রান্নার গ্যাসের দাম বৃদ্ধি পেতে থাকে তাতে নাজেহাল অবস্থা হয়ে দাঁড়িয়েছিল আমজনতার। এই পরস্থিতিতে শনিবার কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যে পদক্ষেপ পেট্রল-ডিজেলে বড় অঙ্কের শুল্ক ছাড় দেওয়ার ঘোষণা করা হয়। কেন্দ্রের তরফে এক ধাক্কায় পেট্রলের উপর ৮ টাকা এবং ডিজেলের উপর ৬ টাকা শুল্ক কমিয়ে দেওয়া হয়। এতে, পেট্রলের দাম কমবে লিটারে সাড়ে ৯ টাকা এবং ডিজেলের ৭ টাকা। অন্যদিকে। রান্নার গ্যাসের ক্ষেত্রেও বিরাট স্বস্তি দেওয়া হয়েছে। এর পাশাপাশি রাসায়নিক সারেও বিপুল ভরতুকি ঘোষণা করা হয়েছে। ছাড় দেওয়া হয়েছে একাধিক পণ্যের আমদানি শুল্কেও।

আরও পড়ুনঃ বেকারত্ব, মুদ্রাস্ফীতি থেকে নজর ঘোরাবার জন্য জ্ঞানবাপি বিতর্ক আনা হয়েছে, দাবি পাওয়ারের 

- Advertisement -

জ্বালানীর দাম কমানোর প্রতিক্রিয়া জানিয়ে, বেশ কয়েকজন বিজেপি নেতা এই পদক্ষেপের সমর্থনে টুইট করেছেন।মোদির টুইট করে জানিয়েছেন, ‘আমাদের কাছে সবসময় সবার আগে মানুষ। আজকের সিদ্ধান্ত, বিশেষ করে পেট্রল-ডিজেলের মূল্যবৃদ্ধির এই সিদ্ধান্ত বহু ক্ষেত্রকে প্রভাবিত করবে। আমাদের নাগরিকদের জীবনযাত্রা আরও সহজ করবে।’ রান্নার গ্যাসের ভরতুকি নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য, ‘উজ্জ্বলা যোজনা কোটি কোটি ভারতবাসীকে সাহায্য করছে। বিশেষ করে মহিলাদের। আজকের সিদ্ধান্ত নাগরিকদের মাসিক খরচ অনেকটা কমবে।’

৫ এপ্রিল শেষবার কলকাতায় পেট্রল-ডিজেলের দাম বেড়েছিল। বর্ধিক দাম হয়েছিল, পেট্রল লিটার প্রতি ১১৫ টাকা ১২ পয়সা এবং ডিজেল ৯৯ টাকা ৮৩ পয়সা। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর শনিবারের ঘোষণা অনুযায়ী, পেট্রলের নয়া দাম হবে লিটারে ১০৫ টাকা ৫০ পয়সা এবং ডিজেল লিটারে ৯৩ টাকা ১৯ পয়সা। রবিবার থেকেই থেকে কার্যকর হবে পেট্রল-ডিজেলে নয়া দাম।