পঞ্চায়েতের কাজ ও গ্রামবাসীদের জন্য ২টি অ্যাপের ঘোষণা মোদীর

0
256

নয়াদিল্লি: নরেন্দ্র মোদীর স্বপ্নের ডিজিটাল ইন্ডিয়া এবার শহর ছাড়িয়ে গ্রামেও প্রবেশ করছে। এবার মোদীর নয়া উদ্যোগে পঞ্চায়েতের কাজের সুবিধা এবং গ্রামোন্নয়নের জন্য আত্মপ্রকাশ করতে চলেছে দুটি মোবাইল অ্যাপ। শুক্রবার ভিডিও বৈঠকেই এই দুটি অ্যাপের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী।

পঞ্চায়েত প্রধানদের সঙ্গে শুক্রবার ভিডিও বৈঠকে বসেন মোদী। সেখানেই গ্রাম পঞ্চায়েতের উন্নতির জন্য ই-গ্রাম স্বরাজ ও পঞ্চায়েতি রাজ অ্যাপ এবং স্বামীত্ব যোজনার ঘোষণা করেন।

- Advertisement -

ই-গ্রাম স্বরাজ ও পঞ্চায়েতি রাজ অ্যাপে পঞ্চায়েতের সমস্ত কাজের বিস্তারিত তথ্য থাকবে। গ্রাম পঞ্চায়েতকে ডিজিটাল প্ল্যাটফর্মের সঙ্গে জুড়ে দেওয়ার জন্যই এই পদক্ষেপ বলে জানিয়েছেন মোদী। এই ওয়াপের দ্বারাই গ্রামের মানুষ দেখে নিতে পারবেন কোন কাজ কতদূর এগোল বা পঞ্চায়েতের কত অর্থ বরাদ্দ হল কোনও কাজে। পাশাপাশি জানা যাবে পঞ্চায়েতের কাজের সমস্ত খুঁটিনাটি ফলে কাজের ভস্বচ্ছতাও বজায় থাকবে।

আরও একটি অ্যাপের ঘোষণা করেন প্রধানমন্ত্রী। স্বামীত্ব যোজনা নামক এই অ্যাপের মাধ্যমে গ্রামবাসীরা নিজের জমির সঠিক নথিপত্র সরাসরি হাতে পেয়ে যাবেন। এই প্রসঙ্গে মোদী জানিয়েছেন, দ্রোণ কাজ লাগিয়ে প্রত্যেক বাড়ির জমি ম্যাপে আনা হবে তারপরেই সম্পত্তির নথিপত্র হাতে পাবেন গ্রামবাসীরা। ফলে সম্পত্তির কাগজ পেতে যে সমস্যায় পড়তে হয় গ্রামবাসীকে তা আর হবে না।