নমস্তে ট্রাম্প: মার্কিন প্রেসিডেন্টকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

0
134

আমেদাবাদ: আজ সকাল থেকেই গুজরাতের আমেদাবাদে সাজো সাজো রব। এক উৎসবের আমেজে ভেসে আছে রাজ্যবাসী। আজই আমেদাবাদের মাটিতে পা দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সঙ্গে তাঁর স্ত্রী মেলানিয়া ট্রাম্প ও কন্যা ইভাঙ্কা। বেশ কয়েকদিন ধরেই এই দিনটার জন্য প্রস্তুতি নিচ্ছে গুজরাত সহ গোটা দেশ। সেই শুভক্ষণে ট্রাম্পকে স্বাগত জানাতে আমেদাবাদ উড়ে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

- Advertisement -

দুপুর নাগাদ আমেদাবাদের মাটি স্পর্শ করবেন ট্রাম্প। বিমানবন্দর থেকে সোজা পৌঁছে যাবেন মোতেরা স্টেডিয়ামে। সেখানেই ‘নমস্তে ট্রাম্প’ অনুষ্ঠানের মধ্যমণি হয়ে হয়ে প্রায় হাজার খানেক ভারতবাসীর সামনে ধরা দেবেন তিনি। পাশাপাশি বিশ্বের দুই রাষ্ট্র নেতার রোড শো ঘিরেও আলাদা উন্মাদনা তৈরি হয়েছে।

এছাড়াও এই রোড শো-এর মাঝেই একটি অনবদ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে ভারতীয় সংস্কৃতির সঙ্গে ট্রাম্পকে পরিচয় ঘটাবে সবরমতি স্কুলের ১৫ জন পড়ুয়া। সেখান থেকেই মার্কিন প্রেসিডেন্ট পৌঁছে যাবেন গুজরাতের অন্যতম স্থান সবরমতি আশ্রমে।

ট্রাম্পের এই সফর ঘিরে নিরাপত্তার বলয়ে ঢেকেছে আমেদাবাদ। পুরো সফরকে কড়া নিরাপত্তা দিয়ে মুড়ে ফেলা হয়েছে। ট্রাম্পের আজকের রুট ম্যাপে আছে নিশ্ছিদ্র নিরাপত্তা। আমেদাবাদ সফর শেষ করেই তিনি উড়ে যাবেন পৃথিবীর ঐতিহাসিক স্থান তাজমহল দর্শনে। যদিও এই তাজমহল যাত্রায় ট্রাম্পের সঙ্গী হচ্ছেন না ভারতের প্রধানমন্ত্রী।