মুম্বই হামলার আদলে ভারতে বিস্ফোরণের ছক কষছিল জঙ্গিরা, সামনে এল একাধিক চাঞ্চল্যকর তথ্য

0
15

নয়াদিল্লি: গোপন সূত্রে খবর পেয়ে ছ’জন কুখ্যাত জঙ্গিকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশের স্পেশাল সেল। ভেঙে দিয়েছে পাকিস্তান-সংগঠিত সন্ত্রাসবাদী মডিউলটি। তাঁদের জেরা করার পর গোয়েন্দারা একের পর এক যে তথ্য জানতে পারছে তাতে দুঁদে কর্তাদের চোখ কপালে উঠছে। পুলিশ জেরায় ভারতে সন্ত্রাসবাদী হামলা চালানোর একাধিক চমকে দেওয়ার মত পরিকল্পনার কথা জানতে পেরেছে। ১৯৯৩ সালে মুম্বই হামলার মত করে বিস্ফোরণের ছক কষা হচ্ছিল বলেই জানতে পেরেছে পুলিশ।

দিওয়ালি ও নবরাত্রি৷ সেই সময় উৎসবে মাতবে সারা দেশ৷ আর সেই উৎসবের আবহেই রাজধানী দিল্লি ও উত্তরপ্রদেশের একাধিক জায়গায় বিস্ফোরণ ঘটাতে চেয়েছিল এই জঙ্গিরা। দিল্লি পুলিশের বিশেষ সেল ছয় জঙ্গিকে জেরার পর পেয়েছে একাধিক চাঞ্চল্যকর তথ্য। পুলিশ জানিয়েছে গ্রেফতার জঙ্গিদের রেললাইন এবং সেতু উড়িয়ে দেওয়ার প্রশিক্ষণ দেওয়া হয়েছিল পাকিস্তানে। বিপুল সংখ্যক যাত্রী বহনকারী ট্রেনগুলির সময়, রুট সম্পর্কে বিস্তারিত জানার জন্য দুজনকে নির্দেশ দেওয়া হয়েছিল। জঙ্গিরা জানিয়েছে তাদের উদ্দেশ্য ছিল হামলা হলে যাতে হতাহতের সংখ্যা ব্যপক হয়। পুলিশ আরও জানতে পেরেছে ১৯৯৩ সালে মুম্বইয়ে সিরিয়াল বিস্ফোরণের আদলে পরিকল্পিত হচ্ছিল যাবতীয় ছক।

- Advertisement -

আরও পড়ুন-রাজ কুন্দ্রার পর্নোগ্রাফি মামলা: ১৫০০ পাতার চার্জশিট জমা আদালতে

পুলিশ জানিয়েছে ছয় জঙ্গি জেরার মুখে বেশ কয়েকজনের নাম প্রকাশ করেছে যারা স্লিপার সেলের অংশ। যে ছয়জনকে গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে দুজন ওসামা ও জিশান পাকিস্তান প্রশিক্ষিত সন্ত্রাস কর্মী এবং ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্সের (আইএসআই) নির্দেশে কাজ করছিল। ওসামা এবং জিশান পাকিস্তানের একটি ফার্মহাউসে প্রশিক্ষণ নেয়। তারা ধারাবাহিক আইইডি বিস্ফোরণ, বোমা তৈরি, দৈনন্দিন ব্যবহারের সামগ্রীর সাহায্যে অগ্নিসংযোগ করার প্রশিক্ষণ পেয়েছিল।

দিল্লি পুলিশ নিশ্চিত করেছে যে দাউদ ইব্রাহিমের ভাই আনিস ইব্রাহিম সন্ত্রাসের পরিকল্পনা বাস্তবায়নের জন্য আন্ডারওয়ার্ল্ড কর্মীদের সাথে যুক্ত ছিলেন। আরও কারা এই ঘটনার সঙ্গে যুক্ত সেই খোঁজ চালাচ্ছে গোয়েন্দারা। আরও অনেকে গ্রেফতার হওয়ার সম্ভাবনা রয়েছে বলেই জানা গিয়েছে।