মোদী সমালোচনায় মুখর হামিদ আনসারি, দোলাচল দিল্লির রাজনীতিতে

0
219

সুমনা কাঞ্জিলাল: ২৬ জানুয়ারি সারা ভারত যখন প্রজাতন্ত্র দিবস পালন করছে, তখন ১৭ টি মার্কিন মুসলিম সংগঠন আয়োজন করেন এক ভার্চুয়াল সভা। ‘প্রটেক্টিং ইন্ডিয়াস প্লুরালিস্ট কনস্টিটিউশন’ শীর্ষক এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভারতের প্রাক্তন উপ রাষ্ট্রপতি হামিদ আনসারি। প্রাক্তন উপরাষ্ট্রপতি সাম্প্রতিককালে ভারতের মানাবাধিকার প্রসঙ্গে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, ‘নাগরিক জাতীয়তাবাদ’ এর জায়গায় এখন এসে গিয়েছে ‘ সাংস্কৃতিক জাতীয়তাবাদ’! অনুষ্ঠানে যোগ দিয়ে প্রাক্তন রাষ্ট্রপতি বলেন, ‘সাম্প্রতিক সময়ে সিভিক ন্যাশনালিজম’কে সরিয়ে দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে। কার্যত নাম না করে তিনি মোদী সরকারের নীতির সমালোচনা করেন

প্রাক্তন উপরাষ্ট্রপতির বক্তব্যের প্রেক্ষিতে বক্তব্য রাখার সময় কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী তথা বিজেপি নেতা মুক্তার আব্বাস নকভি বলেন, যে অনুষ্ঠানে প্রাক্তন রাষ্ট্রপতি হামিদ আনসারি যোগ দিয়েছিলেন, তাদের আয়োজকদের সঙ্গে ‘সিমি (স্টুডেন্ট ইসলামিক মুভমেন্ট অফ ইন্ডিয়া) ও আইএসআই-এর যোগ রয়েছে।’

- Advertisement -

নকভি বলেন, ‘এই ইন্দো আমেরিকান মুসলিম কাউন্সিলের যোগ রয়েছে সিমি ও আইএসআইয়ের সঙ্গে,যাতে তারা ভারত বিরোধী ও মোদী বিরোধী বার্তা দিতে পারে, দেশ সর্বদাই সহিষ্ণুতা ও নিরপেক্ষতার পথে এগিয়েছে। আমরা সাংস্কৃতিক জাতিয়তাবাদেও বিশ্বাস করি।’ তিনি আরও বলেন, “দেশ সর্বদাই সহিষ্ণুতা ও নিরপেক্ষতার পথে এগিয়েছে।”

ওয়াশিংটনে আয়োজিত এই ভার্চুয়াল সভায় যোগ দিয়ে কার্যত মোদী সরকারের সমালোচনায় মুখর হন প্রাক্তন উপরাষ্ট্রপতি হামিদ আনসারি, তাঁর বক্তব্যের পর থেকেই জাতীয় রাজনীতিতে বিজেপির তরফে একাধিক পাল্টা বার্তা উঠে এসেছে। এই অনুষ্ঠানে মার্কিন ডেমোক্রেটিক সেনেটর এড মার্কে ছাড়াও উপস্থিত ছিলেন জিম ম্যাকগভার্ন, অ্যান্ডি লেভিন জেমি রাসকিন। উল্লেখ্য, জিম ম্যাকগভার্ন, অ্যান্ডি লেভিন জেমি রাসকিনকে দিল্লি বিরোধী বলেও মনে করা হয়।