নাকু লায় ভারত-চিন সংঘর্ষ তেমন গুরুতর নয়, জানাল সেনা

0
106

গ্যাংটক: লাদাখের পর ভারত-চিন সংঘর্ষের আঁচ এসে পড়ে পূর্ব সেক্টরে৷ সিকিমের নাকু লায় সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই দেশের সেনা৷ সোমবার ভারতীয় সেনার তরফে চিনের সঙ্গে সংঘর্ষের কথা স্বীকার করে নেওয়া হয়৷ ঘটনার বর্ণনা দিতে গিয়ে ‘মাইনর ফেস অফ’ উল্লেখ করে ভারতীয় সেনা৷

অর্থাৎ এই সংঘর্ষকে তেমন গুরুত্ব দিতে চাইছে না ভারত৷ এদিন বিবৃতিতে ভারতীয় সেনাবাহিনী জানায়, গত ২০ জানুয়ারি সিকিমের নাকু লায় দুই দেশের সেনা সংঘর্ষে জড়িয়ে পড়ে৷ তবে সেটা ছোটো ঘটনা ছিল৷ কম্যান্ডার স্তরে প্রোটোকল মেনে বিষয়টি মিটমাট করা হয়৷

- Advertisement -

এই নিয়ে পূর্ব সেক্টরে এক বছরের মধ্যে দ্বিতীয় বার হাতাহাতিতে জড়াল দুই দেশের সেনা৷ গত বছর মে মাসে নাকু লা-তে সংঘর্ষ হয়৷ আহত হয় দুই পক্ষের সেনা৷ কিন্তু গালওয়ানের রক্তক্ষয়ী হামলার পর ফোকাস সরে যায় পূর্ব লাদাখে৷ সেখানে দুই দেশের সেনার মধ্যে গত দশ মাস ধরে অচলাবস্থা চলছে৷

পূর্ব লাদাখে সীমান্ত বিবাদ মেটাতে রবিবার ভারত-চীন কোর কম্যান্ডর স্তরের বৈঠক হয়৷ সেই বৈঠক সোমবার রাত আড়াইটেয় শেষ হয়৷ আলোচনা করেও সমাধানসূত্র পাওয়া যায়নি। এবার নতুন করে অশান্তি ছড়াল নাকু লায়৷ বিশেষজ্ঞজের মতে, এতে যে পরিস্থিতি আরও উত্তপ্ত হবে, তা বলাই বাহুল্য৷