বিশ্বের দ্রুততম ক্যালকুলেটরের শিরোপা পেলেন ভারতের নীলকান্ত ভানু

0
985

হায়দরাবাদ: প্রখ্যাত গণিতবিদ শকুন্তলাদেবী ছিলেন কম্পিউটারের চেয়েও দ্রুত৷ হিউম্যান কম্পিউটার বলা হত তাঁকে৷ এবার বিশ্বের দ্রুততম ক্যালকুলেটরের শিরোপা জিতলেন ভারতীয় ছাত্র নীলকান্ত ভানু প্রকাশ৷ দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং হায়দরাবাদের এই যুবক প্রথম ভারতীয় হিসেবে মেন্টাল ক্যালকুলেশন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে সোনা জেতেন৷

২০ বছরের নীলকান্ত ভানু প্রকাশ দিল্লি বিশ্ববিদ্যালয়ের সেন্ট স্টিফেন কলেজের অংকের (অনার্স) ছাত্র৷ এই বয়সে একাধিক ওয়ার্ল্ড রেকর্ডের অধিকারী সে৷ চারটি ওয়ার্ল্ড রেকর্ড এবং ৫০টি লিমকা রেকর্ড রয়েছে তাঁর ঝুলিতে৷ এবার বিশ্বের দ্রুততম ক্যালকুলেটরের শিরোপা জিতল সে৷ নীলকান্ত জানিয়েছেন, ক্যালকুলেটরের থেকেও তাঁর মস্তিস্ক দ্রুত কাজ করে৷ এক সময় এই রেকর্ড প্রখ্যাত দুই গণিতবিদ স্কট ফ্ল্যানসবুর্গ এবং শকুন্তলাদেবীর কাছে ছিল৷ সেই রেকর্ড ভাঙা গর্বের বিষয়৷ বিশ্বের কাছে অংকের দুনিয়ায় ভারতকে প্রতিষ্ঠিত করার নিজের সাধ্যমত চেষ্টা করেছেন৷

- Advertisement -

এবছর ১৫ অগাস্ট লন্ডন এমএসও-তে গোল্ড মেডেল জেতেন তিনি৷ এই প্রথম ভারত এমএসও-তে মেডেল জেতে৷ করোনার কারণে ওই প্রতিযোগিতা ভারচুয়ালি হয়৷ মেন্টাল স্কিল ও মাইন্ড স্পোর্টসের ক্ষেত্রে এই প্রতিযোগিতা বিশ্বের ক্ষেত্রে সবচেয়ে সম্মানজনক৷ প্রতি বছর লন্ডনে এই প্রতিযোগিতার আসর বসে৷ অলিম্পিকের ফিজিক্যাল স্পোর্টসের সমান এই ইভেন্ট৷

১৯৯৮ সালে প্রথম এই ইভেন্টের আয়োজন করা হয় অলিম্পিকে৷ এবছর ১৩টি দেশের ৩০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন৷ ভারত ছাড়াও ব্রিটেন, ফ্রান্স, গ্রীস, লেবানন, জার্মানি, আরব আমিরশারির প্রতিযোগীরা অংশ নেন৷ প্রতিযোগিতায় ভানু প্রকাশ তাঁর নিকটতম লেবানিস প্রতিযোগীর চেয়ে ৬৫ নম্বর বেশি পান৷ ভানু বলেন, ‘‘বিচারকরা আমার স্পিড দেখে অবাক হয়ে যান৷ আরো নিশ্চিত হওয়ার জন্য তাঁরা আমার আরো পরীক্ষা করেন৷’’ বিশ্বের দ্রুততম ক্যালকুলেটরের শিরোপা জয়ের পর ভানুর ইচ্ছা ভবিষ্যতে ম্যাথ ল্যাব তৈরি করার৷ ‘ভিশন ম্যাথ’ নামে ওই গবেষণাগারে ছেলে-মেয়েদের অংকের প্রতি ভালোবাসা ও আগ্রহ গড়ে তুলতে চান তিনি৷