এবার মণীশ সিসোদিয়ার ব্যাঙ্কের লকারে নজর CBIর

0
28

নয়াদিল্লি : সোমবার দিল্লির উপ মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া জানিয়েছেন এবার তাঁর ব্যাঙ্ক লকারের তল্লাশি করা হবে। আগামীকালই তাঁর ব্যাঙ্ক লকারের তল্লাশি চালাতে যাবে CBI. মঙ্গলবারের এই তল্লাশিতে কিছুই CBIর হাতে আসবে না বলেও জানিয়েছেন মণীশ সিসোদিয়া। ট্যুইটারে এই খবরটি নিজেই জানিয়েছেন দিল্লির উপ মুখ্যমন্ত্রী।

আবগারি নীতি নিয়ে দুর্নীতিতে নাম জড়িয়েছে মণীশ সিসোদিয়ার। তাঁর বাড়িতে হানা দিয়ে তল্লাশি চালায় সিবিআই। এই মর্মেই তিনি জানিয়েছেন, ১৯ অগস্ট তাঁর বাড়িতে ১৪ ঘন্টার তল্লাশি চালিয়েও কিছুই পায়নি তদন্তকারী সংস্থা। আগামীকাল তাঁর ব্যাঙ্ক লকার দেখতে হাজির হবেন আধিকারিকরা। এক্ষেত্রেও খালি হাতে ফিরতে হবে CBI কে এরকমই জানিয়েছেন মণীশ সিসোদিয়া। এই তদন্তের ক্ষেত্রে পূর্ণ সাহায্য করবেন তিনি এবং তাঁর পরিবার। এই মর্মে তিনি CBI কে স্বাগত জানিয়েছেন।

- Advertisement -

শুক্রবার তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয় এখন বিলুপ্ত হওয়া আবগারী নীতির বাস্তবায়ন আদতে ভুয়ো ছিল। কিন্তু এই মামলায় CBI কে স্বাগত জানিয়ে তিনি তদন্তে সাহায্য করার কথাও বলেছেন। হাজারবার তল্লাশি চালালেও CBI কিছু পাবে না বলে জানিয়েছেন তিনি। শিক্ষাক্ষেত্রে AAP সরকারের ভালো কাজ দেখেই চিন্তায় পড়েছে পদ্ম শিবির। সেই কারণেই এই সমস্ত মামলা দায়ের করে বিপাকে ফেলার চেষ্টা চালানো হচ্ছে। কেন্দ্রের আদেশেই চলছে CBI সেই কারণেই এই মামলা করে তাঁদের বিপদে ফেলার চেষ্টা করা হচ্ছে।