রাহুল গান্ধীর মত নেতারা বিজেপির কাজ সহজ করে দেন, চাঞ্চল্যকর দাবি যোগীর

0
26

লখনউ: ‘রাহুল গান্ধীর মতো নেতারা বিজেপির কাজ সহজ করে দেন,”, এমনটাই চাঞ্চল্যকর মন্তব্য করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীর এই বক্তব্যকে কেন্দ্র করেই রাজনৈতিক মহলের অন্দরে শুরু  হয়েছে প্রবল চর্চা।

রাহুল গান্ধী হলেন কেন্দ্ররে শাসক দল বিজেপির প্রধান বিরোধী দল কংগ্রেসের নেতা। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আজ কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে আক্রমণ করে বলেছেন যে যতক্ষণ না তার মতো নেতারা বিরোধী দলের অংশ না হন, ততক্ষণ পর্যন্ত বিজেপি জন্য জিনিসগুলি সহজ হবে না। যোগীর কথায়, “বিরোধী দলে রাহুল গান্ধীর মতো নেতারা আমাদের কাজকে সহজ করে দেন। তিনি সত্যিই বিজেপির জন্য অনুকূল পরিস্থিতি তৈরি করেন।” প্রধান বিরোধী হয়েও কি করে তিনি বিজেপির কাজ সহজ করে দিতে পারেন এই প্রশ্নের উত্তর খুঁজছেন অনেকেই। এদিন মুখ্যমন্ত্রী একাধিক ইস্যু নিয়েই কংগ্রেসকে আক্রমণ করেন। যার মধ্যে ছিল সম্প্রতি পেশ করা কেন্দ্রীয় বাজেট। বাজেট নিয়ে কংগ্রেসের করা মন্তব্যের পাল্টা জবাব দিয়েছেন। রাহুল গান্ধী নির্মলা সীতারামনের অমৃত কাল বাজেটকে ‘মিত্র কাল’ বাজেট হিসাবে অভিহিত করে বলেছিলেন, এটি কেবল ধনীদের উপকার করবে এবং দেশের গরিব এবং বেকার জনগোষ্ঠীর জন্য কিছুই করবে না। সেই মন্তব্যের জবাবে যোগী বলেছেন, “বিরোধীদের কাছে ভারতের ৭৫ বছরের স্বাধীনতার কোনো প্রাসঙ্গিকতা থাকলে, তারা অমৃত কালকে নিয়ে মজা করবে না।”  মুখ্যমন্ত্রী আরও বলেছেন,  কংগ্রেস এবং অন্যান্য বিরোধীদের যদি দেশের প্রতি কিছুটা ভালবাসা থাকে তবে তারা অমৃত কালকে উপহাস করবে না এবং এর অংশ হবে।

- Advertisement -

আরও পড়ুন- রাজ্য সরকার এই জেলাতে নিষিদ্ধ করল Facebook-Whatsapp-Twitter সহ অন্যান্য ২০টি অ্যাপ

যোগী আদিত্যনাথ  বিরোধীদের নিশানা করে দাবি করেছেন যখনই ভারত এগিয়ে যায় তখনই বিরোধীরা কোনও না কোনও উপায়ে থামিয়ে দেওয়ার চেষ্টা করে। মুখ্যমন্ত্রী আরও বলেছেন, বিরোধীরা অমৃত কালের জন্য সরকারের দৃষ্টিভঙ্গি আরও শক্তিশালী করার পরিবর্তে, তারা শুধুমাত্র একটি দূষিত মানসিকতা নিয়ে কাজ করার চেষ্টা করে। এমনকি এদিন রাহুল গান্ধীর নেতৃত্ব হওয়া ভারত জোড়ো যাত্রার সমালোচনা করেন। রাজনৈতিক মহলের একাংশ যেখানে দাবি করছে কংগ্রেসের এই দীর্ঘ পদযাত্রা ২০২৪ সালের লোকসভা নির্বাচনে প্রভাব ফেলবে, সেখানে বিজেপি এই দাবি একেবারেই মানতে নারাজ। যোগী বলেছেন  বিজেপি যাত্রা করেছে, একটি উদ্দেশ্য ছিল কিন্তু ভারত জোড়ো যাত্রার কোনও উদ্দেশ্য  ছিল না। তাঁর কথায়, কংগ্রেসের ঘৃণার রাজনীতি করা থেকে বিরত থাকা উচিত, অন্যথায় এটি তার নিজের ইমেজের জন্য খারাপ হবে।