রাজধানী দিল্লিতে বড়সড় হামলার আশঙ্কা, সক্রিয় হচ্ছে খলিস্তান জঙ্গিগোষ্ঠীর স্লিপার সেল, সতর্ক করলেন গোয়েন্দারা

0
31
delhi khalistan active

নয়া দিল্লি : রাজধানী দিল্লি ও NCR এ সক্রিয় হচ্ছে খলিস্তান (khalistan) জঙ্গিদের স্লিপার সেল । সতর্ক করল গোয়েন্দারা। সম্প্রতি পশ্চিম দিল্লির বেশ কয়েকটি জায়গায় খালিস্তানের সমর্থনে পোস্টার, দেওয়াল চিত্র নজরে আসছিল। তদন্ত শুরু করেছিল পুলিশ (police)। তদন্ত চলাকালীন আশঙ্কার কথা জানাল গোয়েন্দারা। দিল্লির বিকাশপুরী, জনকপুরী, পশ্চিম বিহার, পীড়াগরহী এবং পশ্চিম দিল্লির বেশ কিছু জায়গায় খালিস্তানের সমর্থনে বেশ কয়েক দিন ধরেই পোস্টার এবং দেওয়াল চিত্র লক্ষ করা যাচ্ছিল। ইতিমধ্যেই পোস্টারগুলি সরিয়ে নেওয়া হয়েছে। মুছে দেওয়া হয়েছে দেওয়াল।

আরও পড়ুন :ফলের রসের বদলে Floor Cleaner, চিনা রেস্তোরাঁয় খেয়ে অসুস্থ একাধিক

- Advertisement -

এই ঘটনায় একটি স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে পুলিশ। ভারতীয় দণ্ডবিধির ১৫৩-বি (দুই গোষ্ঠীর মধ্যে শত্রুতা) এবং ১২০-বি (ফৌজদারি ষড়যন্ত্র) ধারায় মামলা রুজু করা হয়েছে। আঁটসাঁট করা হয়েছে নিরাপত্তা। বাড়ানো হয়েছে পুলিশি টহলদারি। কারা পোস্টার লাগাল, কারা দেওয়াল চিত্র আঁকল তা জানতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে । এক পুলিশ মুখপাত্র জানান প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে ওই এলাকায় খালিস্তানের সমর্থনে একাধিক আপত্তিজনক স্লোগানও শোনা গিয়েছিল ।

আরও পড়ুন :বঙ্গে BJP ক্ষমতায় এলে এক সপ্তাহের মধ্যে ব্রিটিশ ও মোগলদের সব স্মৃতি মুছে দেব: শুভেন্দু অধিকারী

আরও পড়ুন :সোমবার হবে ভারত জোড়ো যাত্রার মেগা সমাপ্তি, আলোচনার কেন্দ্র BJP বিরোধী রাজনৈতিক দলগুলির উপস্থিতি

সম্প্রতি কুখ্যাত খলিস্তানি (khalistan) জঙ্গি হরপ্রিত সিংহ ওরফে হ্যাপি মালয়েশিয়াকে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেফতার করে জাতীয় তদন্তকারী সংস্থা (NIA)। ২০২১ সালে লুধিয়ানা আদালত চত্বরে বিস্ফোরণের ঘটনায় অভিযুক্ত হরপ্রিত। ‘মোস্ট ওয়ান্টেড’ হরপ্রিতের মাথার দাম ছিল ১০ লক্ষ টাকা। প্রথমে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালমপুর থেকে দিল্লি বিমাবন্দরে (delhi airport) আসা হরপ্রিতকে আটক করা হয়েছিল। পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়ার পরে তাঁকে গ্রেফতার করা হয়। অমৃতসরের বাসিন্দা হরপ্রিতের সঙ্গে বব্বর খালসা, খলিস্তান লিবারেশন ফোর্সের মতো বেশ কয়েকটি জঙ্গিগোষ্ঠীর যোগাযোগের প্রমাণ রয়েছে বলে এনআইএ সূত্রে জানা যায়।