চূড়ান্ত ব্যর্থ কেরল মডেল, ২৪ ঘণ্টায় আক্রান্তের ৭৫ শতাংশই বামশাসিত রাজ্যে

0
72

খাস খবর ডেস্ক: দেশজুড়ে করোনার প্রথম ঢেউ আছড়ে পড়ার সময়তেই প্রচার শুরু হয়েছিল। কেরলে গণহারে করোনা পরীক্ষার মাধ্যমে প্রথম ক’মাস নিয়ন্ত্রণেও ছিল করোনা। তবে দ্বিতীয় ঢেউ চলাকালীনই হিসেব উলটে যায়। প্রশ্নের মুখে পড়ে ‘কেরল মডেল’। এখন গোটাদেশে যেখানে সংক্রমণ তলানিতে, সেখানে ভয় ধরাচ্ছে একমাত্র বামশাসিত কেরল। গত ২৪ ঘণ্টায় দেশে মোট আক্রান্তের ৭৫ শতাংশই কেরলের।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় কেরলে মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৯ হাজার ৮৩৬ জন। এই একই সময়ে সেখানে করোনা প্রাণ কেড়েছে ৭৫ জনের। এই সংখ্যা নিয়ে কেরলে এখনও পর্যন্ত মারণ ভাইরাসের আঘাতে মৃত্যু হয়েছে মোট ২০ হাজার ৫৪১। গত ২৪ ঘণ্টায় ২২ হাজার ৮৮ জন সেরে উঠেছেন। ওই রাজ্যে বর্তমানে চিকিৎসাধীন ২ লক্ষ ১২ হাজার ৫৬৬ জন। এখনও পর্যন্ত কেরলে মোট সুস্থতার সংখ্যা ৩৭ লক্ষ ৭৩ হাজার ৭৫৪ জন। মোট ২৬৬৬ জনকে নতুন করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

- Advertisement -

প্রথম ঢেউয়ের শুরুর দিকে কেরল মডেল নিয়ে কম প্রচার হয়নি সোশ্যাল মিডিয়ায়। পিনারাই বিজয়নের নেতৃত্বে কেরলের স্বাস্থ্যব্যবস্থা ঠিক কতটা উন্নত। তা নিয়ে একাধিক লেখা, তথ্য ছড়িয়ে পড়েছিল। কিন্তু সেই স্বাস্থ্যব্যবস্থাই যে আদতে ফাঁপা তার প্রমাণ মিলছে এখন। দেশের মোট আক্রান্তের ৭৫ শতাংশ কেরলের হওয়ায় প্রমাদ গুনছেন বিশেষজ্ঞরা৷ তাঁদের মতে, দক্ষিণের এই রাজ্যের অত্যাধিক সংক্রমণের কারণেই আরও দ্রুত আছড়ে পড়তে পারে তৃতীয় ঢেউ। কেরলের ফলে সমস্যায় পড়তে পারে প্রতিবেশী রাজ্যগুলিও।

আরও পড়ুন- সামান্য কমল দৈনিক সংক্রমণ, চিন্তা বাড়াচ্ছে সক্রিয় রোগীর সংখ্যা

উল্লেখ্য, দেশজুড়ে ডেল্টার ভয়াবহতা ফের বাড়ছে। ডেল্টার প্রভাবে করোনার পরিসংখ্যানে অনেকটা পরিবর্তন এসেছে। তবে সোমবার সংক্রমণ সামান্য কমেছে। স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, দেশে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৪২ হাজার ৯০৯ জন। যা গত দুই একদিনের তুলনায় প্রায় একটু কম। পাশাপাশি গত ২৪ ঘন্টায় করোনায় প্রাণ হারিয়েছেন ৩৮০ জন। অন্যদিকে, দেশে কয়েকদিন ধরেই একটা বড়সড় অস্বস্তি দিচ্ছিল সুস্থতার হার। দিনের-পর-দিন সুস্থতার হার যেন বাড়ছিল। তবে বিগত দুদিনের তুলনায় এদিনের সুস্থতার হার একই রকম আছে। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ৩৪ হাজার ৭৬৩ জন। বর্তমানে দেশে সক্রিয় রোগীর সংখ্যা তিন লক্ষ ৭৬ হাজার ৩২৪ জন।

উল্লেখ্য, করোনার বিপর্যস্ত তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। এখনও পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত হয়েছেন তিন কোটি ২৭ লক্ষ ৩৭ হাজার ৯৩৯ জন। পাশাপাশি আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে চার লক্ষ ৩৮ হাজার ২১০ জনের। একই সঙ্গে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন তিন কোটি ১৯ লক্ষ ২৩ হাজার ৪০৫জন।