ড্রোন, স্নাইপার, স্পিড বোট, অমিত সফরের আগে কাশ্মীর যেন অভেদ্য ব্যুহ 

0
21

খাস খবর ডেস্ক : শনিবারই কাশ্মীর সফরে যাওয়ার কথা রয়েছে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। তাঁর এই সফরের আগেই যেন আস্ত একটা ব্যুহতে পরিণত হল ভূস্বর্গ কাশ্মীর। আকাশে চক্কর কাটছে ড্রোন, আড়ালে আবডালে গোটা পরিস্থিতিতে নজর রাখছে স্নাইপার কম্যান্ডোরা, জলপথে দাপিয়ে বেড়াচ্ছে স্পিড বোটও।

২০১৯ সালে ৩৭০ ধারা তুলে নেওয়ার পর এই প্রথম কাশ্মীর সফরে যাচ্ছেন অমিত শাহ। স্বাভাবিকভাবেই কাশ্মীরকে নিরাপত্তায় মুড়ে ফেলা অত্যন্ত স্বাভাবিক।আর দেখাও যাচ্ছে তেমনটাই। এমনিতেই সাম্প্রতিক কালে একাধিক আক্রমণের সম্মুখীন হয়েছেন কাশ্মীরের সংখ্যালঘুরা। তাই শ্রীনগরে এখন ক্রমাগত টহল দিতে দেখা যাচ্ছে সেনা জওয়ানদের। গোটা শহরই বিভক্ত হয়ে গিয়েছে বিভিন্ন ড্রোন এলাকায়। নিরাপত্তা বাহিনী মনে করছে, এইভাবে গোটা শহরকে ড্রোনের নজরে রাখা গেলে সুরক্ষা আরও বাড়বে শহরের৷

- Advertisement -

শ্রীনগর দক্ষিণের ডিআইজি সিআরপিএফ জন ম্যাথিউস বলেন, ‘ডাল লেকের পরিধি ১৫ কিমি৷ আমরা গোটা হ্রদটিকে স্পিড বোট দিয়ে ঘিরে রাখছি। নিজেদের যথাসাধ্য ক্ষমতা দিয়ে এলাকাটি সুরক্ষিত রাখার চেষ্টা করছি। জম্মু কাশ্মীর পুলিশেরও সাহায্য নিচ্ছি আমরা।’ সেন্ট্রাল কাশ্মীরের ডিআইজি বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রীর সফরের আগে আমাদের ড্রোন সারাক্ষণ নজরে রাখবে গোটা এলাকা। সিসিটিভি ক্যামেরাও কাজে লাগানো হচ্ছে। নাকা চেকিং তো রয়েছেই, একইসঙ্গে স্নাইপার কম্যান্ডোরাও রয়েছেন।’