আবারও পিছিয়ে গেল জয়েন্ট এন্ট্রান্স এবং নিট পরীক্ষা

0
472

নয়াদিল্লি: করোনা সংক্রমণ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে ভারতে। আর সেই কারনেই পড়াশোনার দিকে অনেকটাই সমস্যা দেখা দিচ্ছে। স্কুল কলেজ বন্ধ, পরীক্ষা বাতিল হয়ে যাচ্ছে। এমনকি ন্যাশনাল এলিজিবিলিটি অ্যান্ড এন্ট্রান্স টেস্ট তথা নিট এবং জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা আবারও পিছিয়ে দেওয়া হল।

শুক্রবার রাতে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক জানিয়েছেন, জয়েন্ট এন্ট্রাস মেইন পরীক্ষা হবে ১ থেকে ৬ সেপ্টেম্বর। আর নিটের পরীক্ষা নেওয়া হবে ১৩ সেপ্টেম্বর। জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্সড পরীক্ষা হবে ২৭ সেপ্টেম্বর।

- Advertisement -

এই পরীক্ষাগুলি সাধারণত এপ্রিল মে মাসে হয়। কিন্তু করোনা ভাইরাসের সংক্রমণের কারণে তা পিছিয়ে দেওয়া হয়েছিল। বলা হয়েছিল, এই সব পরীক্ষা জুলাইতে হবে। নিট হওয়ার কথা ছিল ২৬ জুলাই। আর ১৮ থেকে ২৩ জুলাই জয়েন্ট হওয়ার কথা ছিল। কিন্তু এখন  সেই পরীক্ষা পিছিয়ে সেপ্টেম্বরে করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

তা ছাড়া মুম্বই ও দিল্লির ছাত্র এবং অভিভাবকরাও জোরালো দাবি জানাচ্ছিলেন যে পরীক্ষা পিছিয়ে দেওয়া হোক। কারণ এই দুই শহরে কোভিড সংক্রমণের পরিস্থিতি এখনও মারাত্মক। এ জন্য অনলাইন পিটিশনও শুরু হয়ে গিয়েছিল। তা ছাড়া চার হাজারের বেশি অনাবাসী ভারতীয় ছাত্র সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করেছিলেন। তাঁদের বক্তব্য, বিমান যাত্রায় এখনও অনেকে দেশে নিষেধাজ্ঞা রয়েছে। জুলাইতে পরীক্ষা হলে অনেকেই ভারতে আসতে পারবেন না।

এই সমস্ত অবস্থা বিবেচনা করেই কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের তরফে ন্যাশনাল টেস্টিং এজেন্সি এবং অন্যান্য শিক্ষাবিদদের পরামর্শ চাওয়া হয়। ওই কমিটি শুক্রবার তাদের রিপোর্ট পেশ করে জানিয়েছে, জুলাইতে পরীক্ষা নেওয়া অসম্ভব। তার পরই শিক্ষা মন্ত্রী ঘোষণা করেন যে পরীক্ষা পিছিয়ে সেপ্টেম্বরে করা হচ্ছে।