ইসরোর ‘গগনযান’ অভিযানের তৃতীয় পরীক্ষা সফলে অভিনন্দন এলন মাস্কের

0
37

বেঙ্গালুরু: ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) বুধবার ‘গগনযান’ অভিযানের প্রস্তুতির অংশ হিসেবে তৃতীয়বার লিকুইড প্রপেল্যান্ট ইঞ্জিনের দীর্ঘমেয়াদী থার্মাল পরীক্ষা সফলভাবে পরিচালনা করেছে। এই সাফল্যের কথা জানানো হয়েছে ইসরো থেকেই। এই সাফল্যের জন্যই বুধবার মার্কিন ধনকুবের এলন মাস্ক ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থাকে অভিনন্দন জানিয়েছেন।

Aerospace manufacturing giant SpaceX-এর প্রতিষ্ঠাতা ইসরোর ট্যুইট দেখে পাল্টা ট্যুইট করে ভারতীয় পতাকা দিয়ে অভিনন্দন জানিয়েছেন। তামিলনাড়ুর মহেন্দ্রগিরিতে ইসরো প্রপালসন কমপ্লেক্সে ২৪০ সেকেন্ডের জন্য ইঞ্জিন চালু করার পর জানানো হয় ইঞ্জিনে কোনও ত্রুটি ধরা পড়েনি। সেই সঙ্গে জিএসএলভি এম কে ৩ যানের এল১১০ লিকুইড স্টেজের পরীক্ষা সফলভাবে শেষ হয়েছে বলেই ট্যুইট করা হয় ইসরোর পক্ষ থেকে। এই সফলতার পরেই মানুষনিয়ে মহাকাশে পাড়ি দেওয়ার ক্ষেত্রে আরও এক ধাপ এগিয়ে গেল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা।

- Advertisement -

মহাকাশ মন্ত্রী জিতেন্দ্র সিংহ জানিয়েছেন, চলতি বছরের ডিসেম্বর মাসে মহাকাশে মানবহীন যান পাঠানোর পরিকল্পনা রয়েছে প্রথমবার। তারপর ইসরো ২০২২-২৩-এ দ্বিতীয়বার মহাকাশে মানবহীন যান পাঠাবে। এই দু’টি অভিযান সফল হলে তবেই মহাকাশচারী পাঠানো হবে ইসরো থেকে। ইসরো ‘গগনযান’-এর মাধ্যমে প্রথমবার মহাকাশে মহাকাশচারী পাঠানোর পরিকল্পনা করছে। প্রস্তুতি জোর কদমে চলছে বলেই জানিয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র।

আরও পড়ুন- ভারত থেকে সরাসরি নয়, পরোক্ষ পথে বিমান যাত্রায় অনুমতি দিল কানাডা

‘গগনযান’ অভিযানের অংশ হিসাবে চার জন ভারতীয় নভোচারী ইতিমধ্যে রাশিয়ায় জেনেরিক স্পেস ফ্লাইট প্রশিক্ষণ নিয়েছেন। এই মিশরের জন্য ইসরোর হেভি লিফ্ট লঞ্চার GSLV Mk III কে বেছে নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১৫ আগস্ট ২০১৮ সালে স্বাধীনতা দিবসের ভাষণকালে‘গগনযান’ অভিযানের আনুষ্ঠানিক ঘোষণা করেছিলেন। প্রাথমিক লক্ষ্য ছিল ২০২২ সালের ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবসের ৭৫ তম বার্ষিকীর আগে মানব স্পেস ফ্লাইটটি চালু করা। উল্লেখ্য, ইসরো কয়েকটি গুরুত্বপূর্ণ কার্যক্রম এবং উপাদান সরবরাহে ফরাসি, রাশিয়ান এবং মার্কিন মহাকাশ সংস্থার সহায়তা নিচ্ছে।