করোনা ভাইরাসের সংক্রমণ এবার ভারতে, বন্ধ ভিসা পরিষেবা

0
178

নয়াদিল্লি: সম্প্রতি ভারতের দিল্লি এবং তেলেঙ্গানাতে দুজন ব্যক্তির করোনা ভাইরাসের আক্রান্ত হওয়ার খবরে বন্ধ করে হল বাইরের দেশ থেকে ভারতে প্রবেশ করার ভিসা পরিষেবা। মূলত  ইতালি, ইরান, দক্ষিণ কোরিয়া এবং জাপান থেকে ভারতে প্রবেশ নিষিদ্ধ করা হল।

ইতিমধ্যে ভারতে ৫জন ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত। ভারতে যাতে করোনা ভাইরাস আরও ছড়িয়ে না পরে তার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার।

- Advertisement -

সরকারের তরফ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার বা তার আগে ইতালি, ইরান, দক্ষিণ কোরিয়া ও জাপানের নাগরিকদের দেওয়া সমস্ত ভিসা (নিয়মিত এবং ই-ভিসা) স্থগিত করা হয়েছে।

সরকারের তরফ থেকে একটি বক্তব্যে জানানো হয়েছে যে, বিমান, সমুদ্র এবং স্থলপথে ভারতে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। যাদের এইমুহূর্তে ভারতে প্রবেশ করা বাধ্যতামূলক কিংবা প্রয়োজন রয়েছে তারা নিকটতম ভারতীয় দূতাবাস অথবা কনসুলেট থেকে নতুন ভিসার জন্য আবেদন করতে পারে।

ইতিমধ্যে চিনের ব্যক্তিদের ভারতে প্রবেশ বন্ধ করে দেওয়া হয়েছে। তাদেরকে কোনরকম ভিসা প্রদান করা হচ্ছে না। করোনাভাইরাস দ্বারা আক্রান্ত দেশগুলির এবং অন্যান্য বিদেশী নাগরিকদের ভিসা স্থগিত করা হয়েছে। ১ ফেব্রুয়ারি ভিসা আবেদন করা হলে সেই ভিসা বাতিল করে দেওয়া হচ্ছে। সরকার বলেছে, অনিবার্য পরিস্থিতিতে ভারতে প্রবেশ করতে চাইলে নতুন করে ভিসা নিতে হবে।

সরকারের তরফ থেকে জানানো হয়েছে ভারতে প্রবেশের জন্য কূটনীতিক, জাতিসংঘের অফিসার, ওসিআই কার্ড হোল্ডার এবং বিমান ক্রুদেরকে কড়া মেডিক্যাল পর্যবেক্ষণের মাধ্যমে ভারতে প্রবেশ করানোর অনুমতি দেওয়া হবে। করোনা ভাইরাসে আক্রান্ত দেশ থেকে যারা ভারতে প্রবেশ করবে তাদেরকেও কড়া মেডিক্যাল পর্যবেক্ষণের মধ্যে রাখা হবে। তাদের সমস্ত ভ্রমণ তথ্যও পর্যবেক্ষণ করে তবেই ভারতে প্রবেশ করার নির্দেশ দেওয়া হবে।

দিল্লিতে আক্রান্ত ৪৫ বছরের ব্যক্তিকে এইমুহূর্তে দিল্লির সাফদারগাঞ্জ হাসপাতালে রাখা হয়েছে। তার পরিবারের সকলকে পরীক্ষা করা হচ্ছে এবং তিনি যাদের সঙ্গে বিগত কয়েকদিনে দেখা করেছেন তাদের সকলকেও পর্যবেক্ষণের মধ্যে রাখা হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে, করোনা ভাইরাসের বেশীরভাগ লক্ষণ জ্বর, শুকনো কাশী, মাসেল ব্যাথা এবং শ্বাস কষ্ট। তবে কিছুকিছু ক্ষেত্রে ডাইরিয়া, মাথা ব্যাথা এইগুলো দেখা যায়। এই সমস্ত লক্ষণ ছাড়া সকলকে ঘরের বাইরে বেড়োতে বারন করা হচ্ছে। আরও বলা হয়েছে, এই লক্ষণগুলি দেখা দিলেই মেডিক্যাল সাপোর্ট নিতে।

সোমবার রাত পর্যন্ত ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চের ল্যাবে ৩২৪৫টি স্যাম্পেল পরীক্ষা করা হয়েছে। যার মধ্যে ৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত। এরমধ্যে কেরালাতে ৩জন এই ভাইরাসে আক্রান্ত।

এছাড়া আরও ২৩টি স্যাম্পেল নেওয়া হয়েছে যাদের ক্ষেত্রে করোনা ভাইরাসের  লক্ষণ রয়েছে বলে মনে করা হচ্ছে, তাদেরকে আইসিএমআর যুক্ত ল্যাবে পরীক্ষা করা হচ্ছে।